Advertisement
স্রেফ সিনেমা নয়, খেলার মাঠেও দাপিয়ে বেড়াচ্ছেন 'আলফা মেল'! বিরাট-রোনাল্ডোর সঙ্গে আর কারা?
তালিকায় আর কারা?
বিরাট কোহলি: মাঠে যখনই নামেন, তখন আবেগসর্বস্ব। দলকে জেতানোর জন্য 'জান কুরবান'। যেন বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যগ্র মেদিনী। এমনি এমনি তো তিনি 'কিং' হয়ে ওঠেননি। এমনকী অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও তাঁকে স্লেজিং করতে ভয় পান। কে ভুলতে পারে ২০২১-এ ইংল্যান্ডের মাটিতে গিয়ে তাদেরকেই 'নরক দর্শন' করানোর সেই কাহিনি।
সৌরভ গঙ্গোপাধ্যায়: 'মহারাজ', 'প্রিন্স অফ ক্যালকাটা', 'দাদা'। সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে গল্প শেষ হওয়ার নয়। গড়াপেটা কাণ্ডের পর ভারতের অধিনায়ক হয়েছিলেন। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া দলকে উজ্জীবিত করেন। বিশ্বকাপ ফাইনালেও খেলে টিম ইন্ডিয়া। বিদেশের মাটিতে চোখে চোখ রেখে লড়াই, স্টিভ ওয়েকে মাঠে দাঁড় করিয়ে রাখা, বাদ পড়ে কামব্যাক করা। আর ইংল্যান্ডকে হারিয়ে লর্ডসে শার্ট ওড়ানোর ঘটনা তো কিংবদন্তি।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো: দ্য ওয়ান মেন আর্মি। আগেও ছিলেন, এখনও। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড হয়ে আল নাসের। গোলের পর গোল। ১০০০ গোলের খুব কাছে দাঁড়িয়ে। মাথায় একগুচ্ছ ট্রফির পালক। যেভাবে দারিদ্র্য থেকে উঠে এসে অন্যতম 'গোট' হয়ে উঠেছেন, তা শিক্ষণীয়। যে কোনও মানুষের জন্য অনুপ্রেরণার। আবার মায়ের জন্য দীর্ঘদিনের প্রেমিকা ইরিনা শায়েকের সঙ্গে সম্পর্কছিন্ন করতে পারেন।
মারাদোনা: একই ম্যাচে 'হ্যান্ড অফ গড', একই ম্যাচে 'গোল অফ দ্য সেঞ্চুরি'-ক'জন করতে পারেন? ড্রাগস নিয়েছেন, অনুশীলনে 'বিষমুক্ত' হয়েছেন, মাঠে নেমে গোল করেছেন। কখনও বা মাঠেই মারামারি করেছেন। প্রকাশ্যে নিজের রাজনৈতিক বক্তব্য জানিয়েছেন। বিশ্বকাপ জিতে একটা গোটা প্রজন্মকে মোহিত করে রেখেছিলেন।
ক্রিস গেইল: সত্যিই তিনি 'ইউনিভার্স বস'। জীবন উপভোগ করার মন্ত্র তাঁর থেকে শেখা উচিত। ক্রিকেট মাঠে তাণ্ডব করতেন। আর মাঠের বাইরে পার্টি। নিজেকে টি-টোয়েন্টির বিশ্বসেরা বলতে দ্বিধা করেন না। আর অবসরের পর তো তিনি আরও রঙিন। নিউ ইয়ারের পার্টিতে যেভাবে স্বপ্নবসনাদের সঙ্গে উদ্দাম নাচেন, তা দেখতেই তাঁর ইনস্টাগ্রামে ভিড় হয়।
ভিভ রিচার্ডস: প্রতিপক্ষের জন্য ভয়ের, ভক্তদের জন্য সমীহের। বিরাট পেশিবহুল চেহারা নিয়ে ব্যাট হাতে দাপট দেখাতেন। না, আসলে বিপক্ষকে ধ্বংস করতেন। হেলমেটের দরকার পড়ত না। বর্ণবিদ্বেষী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবেন না বলে 'ব্ল্যাঙ্ক চেক' ফিরিয়ে দেন। আবার গ্রেগ থমাসের স্লেজিংয়ের জবাবে বল মাঠের বাইরে পাঠিয়ে বলেছিলেন, 'বল দেখতে কেমন হয় জানো তো? এবার খুঁজে নিয়ে আসো।'
জলাটান ইব্রাহিমোভিচ: জলাটানের তুলনা জলাটান নিজেই। মাঠে যেরকম অবিশ্বাস্য গোল করতেন, তেমনই অবিশ্বাস্য তাঁকে নিয়ে সব গল্প। তরুণ জলাটানকে যখন আর্সেনালে ট্রায়ালে ডেকেছিলেন, তার উত্তরে বলেছিলেন, 'জলাটান অডিশন দেয় না।' আবার পেপ গুয়ার্দিওলাকে 'মেরুদণ্ডহীন' বলতেও বাঁধে না।
ইমরান খান: 'আলফা মেল'। সিনেমাজগতের সৌজন্যে বহু পরিচিত শব্দ। প্রচলিত পুরুষালি মানসিকতা, আত্মবিশ্বাসী আর নেতাসুলভ চলনবলন। যার খাঁটি উদাহরণ ইমরান খান। যখন ক্রিকেট খেলেছেন, তখন শাসন করেছেন। পাকিস্তানকে বিশ্বকাপ জিতিয়েছেন। পরে পাকিস্তানের প্রধানমন্ত্রীও হন। সেদেশের বহু সমস্যার বিরুদ্ধে পদক্ষেপও নিয়েছিলেন 'কাপ্তান'।
রিকি পন্টিং: ট্রফি জেতা একেবারে অভ্যাসে পরিণত করেছিলেন অজি অধিনায়ক। অনেকে তাঁকে বলেন 'ভিলেন অফ ক্রিকেট'। ওরকম আগ্রাসী, দাপুটে ক্রিকেটার ক'জন আছেন? মাঠে প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে বহুবার ঝামেলায় জড়িয়েছেন। একবার তো হরভজন সিংকে ধাক্কা দিয়েছিলেন। আবার শরদ পাওয়ারকে সরিয়েই দিয়েছিলেন।
Published By: Arpan DasPosted: 05:22 PM Jan 10, 2026Updated: 05:22 PM Jan 10, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
