Advertisement
বিচ্ছেদ-বিয়ে-বিচ্ছেদ! 'অনেকদিন ধরেই ভালো নেই', ব্যক্তিগত জীবন নিয়ে অকপট তাহসান
রোজার সঙ্গে দূরত্ব বাড়তেই নাকি গান ছেড়েছেন তাহসান!
তাহসান রহমান খান। শুধু বাংলাদেশ নয়, নিজের সুরের জাদুতে বিশ্ববাসীর মনে জায়গা করে নিয়েছেন তিনি। গান লেখা, সুর করা, রেকর্ডিং, নাটক, শিক্ষকতা-কেরিয়ারের প্রতিটি ক্ষেত্রেই নজরকাড়া সাফল্য পেয়েছেন তিনি। কিন্তু ব্যাক্তিগত জীবন কিন্তু একেবারেই তেমনটা নয়। বিচ্ছেদের ক্ষত শুকিয়ে নতুন করে শুরু করতে না করতেই ফের ডিভোর্স! দ্বিতীয় সংসার ১ বছরও টিকল না তাহসানের।
২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহসান। স্বপ্নের মতো শুরু হয় সংসার। মিথিলার কোল আলো করে আসে মেয়ে আইরা। তারপরই ভাঙনের শুরু।
মেয়ের বয়স ১ বছর পেরনোর আগেই দূরত্ব বাড়ে তাহসান-মিথিলার। আলাদা থাকতে শুরু করেন দু'জনে। ফের পড়াশোনা শুরু করেন মিথিলা।
২০১৭ সালে ১১ বছরের দাম্পত্যের আইনি বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে ২০১৯ সালে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিথিলা। তবে মেয়ে, গান ও কাজ নিয়েই কাটছিল তাহসানের জীবন।
আচমকা ২০২৫ সালের ৪ জানুয়ারি ফের বিয়ে করেন তাহসান। পাত্রী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ। তাহসানের দ্বিতীয় বিয়ের খবরে রীতিমতো চমকে গিয়েছিলেন অনুরাগীরা।
বিয়ের পর জানা গিয়েছিল, দুজনের মধ্যে পরিচয় ছিল মাত্র চারমাসের। অল্প সময়েই দু'জনের দু'জনকে পছন্দ হয়। এরপরই একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। পরিবার রাজি হতেই বিয়ে সারেন তাঁরা।
মধুচন্দ্রিমায় মালদ্বীপে গিয়েছিলেন তাহসান-রোজা। সেখান থেকে মিষ্টি-মধুর ছবি উপহার দিয়েছিলেন তাঁরা। পোস্ট করেছিলেন ভিডিওও।
গতবছর মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃষ্টিভেজা রাস্তায় একসঙ্গে দেখা যায় নবদম্পতিকে। প্রতিটি ছবিতে ছিল ভালোবাসার ছোঁয়া।
কিন্তু এবারও সুখের হল না দাম্পত্য। একবছর পেরনোর আগেই সম্পর্কে ফাটল। তবে প্রথমে বিষয়টা প্রকাশ্যে আসেনি। তবে কয়েকমাস আগে তাহসান ঘোষণা করেন তিনি আর গান করবেন না। তার নেপথ্যে যে লুকিয়ে কোন কারণ তা ঘুণাক্ষরেও কেউ বুঝতে পারেননি। গত ৪ জানুয়ারি প্রথম বিবাহ বার্ষিকী একসঙ্গে উদযাপন করেননি তাহসান-রোজা। তা নিয়েই সোশাল মিডিয়ায় শুরু হয় চর্চা। পরবর্তীতে মুখ খোলেন তাহসান।
Published By: Tiyasha SarkarPosted: 07:02 PM Jan 11, 2026Updated: 07:02 PM Jan 11, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
