Advertisement
মরশুমের প্রথম তুষারপাত, সাদা চাদরে মুড়ল সন্দাকফু
সন্দাকফুতে বাড়বে পর্যটকের সংখ্যা।
সকাল থেকেই কুয়াশায় মোড়া আকাশ। বেলা বাড়লেও আবহাওয়ার উন্নতি হয়নি। বরং তুষারপাত বেড়ছে। এটাই মরশুমের প্রথম তুষারপাত। নিজস্ব চিত্র।
রাজ্যজুড়েই শীতের আমেজ। বইছে উত্তরে হাওয়া। পশ্চিমের প্রায় সব জেলাতেই ১৫ ডিগ্রি নিচে নেমে গিয়েছে পারদ। নিজস্ব চিত্র।
Published By: Paramita PaulPosted: 05:06 PM Nov 21, 2024Updated: 05:06 PM Nov 21, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
