Advertisement
বৃষ্টিতে ভাসছে উত্তর! ভুটান থেকে ধেয়ে আসা হড়পা বান আলিপুরদুয়ারে, ভাসল একাধিক গাড়ি
উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। এর মধ্যেই বীরপাড়ার মাকরাপাড়াতে 'গুয়েখোলা' নদীতে আচমকা হড়পা বান। জলের তোড়ে নদীর ধারে থাকা একাধিক গাড়ি ভেসে গেল। অন্যান্য দিনের মতোই আজ সোমবার নদীর বুকে বাজার বসে। সেই সময় আচমকাই হড়পা বান আসে। মানুষজন সরে যাওয়ার সময় পেলেও গাড়িগুলি সরানো যায়নি। ফলে প্রবল স্রোতের মধ্যে পড়ে একাধিক গাড়ি ভেসে যায়।
এই ঘটনায় ভুটান সীমান্ত সংলগ্ন মাকরাপাড়াতে হইচই শুরু হয়। একদিকে প্রবল বৃষ্টি অন্যদিকে হড়পা বানে বিপর্যস্ত হয়ে পড়ে আলিপুরদুয়ার। জানা যায়, ভুটান থেকে পাহাড়ি নদীর জল ধেয়ে এসে বীরপাড়ার লালপুল নদীতে পড়ে। এর ফলে প্রবল জলস্রোত তৈরি হয়। হড়পা বানের কারণে মাকরাপাড়া এলাকা জেলার অন্যান্য অংশ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। যার ফলে বিপদে পড়েন স্থানীয় মানুষজন।
স্থানীয়রা জানিয়েছেন, ভুটান থেকে ধেয়ে আসা নদীর জলে ডুবে যায় গোটা এলাকা। রীতিমতো মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। আতঙ্কে একেবারে ছোটাছুটি শুরু হয়ে যায়। যদিও ঘটনার দীর্ঘক্ষণ পর ধীরে ধীরে জল কমতে শুরু হয়। স্বাভাবিক হয় পরিস্থিতি।
স্থানীয়দের দাবি, ভুটান থেকে আচমকা বান বা হড়পা বানের এই ছবি ডুয়ার্সে মাঝে মধ্যেই দেখা যায়। আগাম কোনও সতর্কতা এক্ষেত্রে পাওয়া মুশকিল।
ফলে ভুটান থেকে ধেয়ে আসা নদীর স্রোতে সমস্যার মধ্যে পড়তে হয় স্থানীয় মানুষজনকে। বলে রাখা প্রয়োজন, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি বেশি হবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস পার্বত্য এলাকার সব কটি জেলাতেই।
Published By: Kousik SinhaPosted: 05:49 PM Sep 15, 2025Updated: 05:54 PM Sep 15, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
