Advertisement
ফুটবলের সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফার উইন্ডো, রেকর্ড ১৫০০ কোটি দাম ইসাকের, তালিকায় আর কারা?
দেদার খরচ করেছে লিভারপুল-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
১ সেপ্টেম্বর শেষ হল দলবদলের বাজার। এবছরই সবচেয়ে দামি দলবদলের বাজার দেখেছে ফুটবল বিশ্ব। যেখানে শুধু ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোই খরচ করেছে ৩.২ বিলিয়ন পাউন্ড। সব মিলিয়ে এই মরশুমের সবচেয়ে দামি প্লেয়ার হলেন কারা?
দলবদলের শেষ দিনে সবচেয়ে বড় চমক ছিল লিভারপুলের। রেকর্ড চুক্তিতে নিউক্যাসল ইউনাইটেডের স্ট্রাইকার আলেকজান্ডার ইসাককে তারা কিনেছে। খরচ পড়েছে ১২৫ মিলিয়ন পাউন্ড। অর্থাৎ প্রায় ১৫০০ কোটি টাকা।
দ্বিতীয় স্থানেও নাম লিভারপুলের। ২২ বছর বয়সি জার্মান ফ্লোরিয়ান উইর্ৎজকে বেয়ার লেভারকুসেন থেকে ১১০ মিলিয়ন পাউন্ডে সই করায় রেডসরা, ভারতীয় মুদ্রায় যা ১৩০০ কোটি টাকা। তখনই প্রিমিয়ার লিগের রেকর্ড ভেঙেছিল। এবার ইসাককে নিয়ে সেটাও ফের ভাঙল।
তালিকার তৃতীয় নামটিও লিভারপুলের। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে তারা সই করায় ফ্রান্সের হুগো একিতিকে। খরচ পড়ে ৮২ মিলিয়ন পাউন্ড, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৯৭০ কোটি টাকা।
গত মরশুমে ভিএফবি স্টুটগার্টের জার্সিতে নজর কেড়েছিলেন জার্মান ফুটবলার নিক ওল্টেমেড। তাঁকে এবার ইংল্যান্ডের ক্লাব নিউক্যাসল ইউনাইটেড সই করিয়েছে ৭৩.৫ মিলিয়ন পাউন্ডে। অর্থাৎ ৮৬৭ কোটি টাকায়।
সাম্প্রতিক সময়ে ভালো ছন্দে নেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। দুঃসময় ঘোচাতে তারা সই করিয়েছে বেঞ্জামিন সেসকোকে। জার্মানির ক্লাব থেকে স্লোভেনিয়ার স্ট্রাইকার ইংল্যান্ডে আসেন ৬৬ মিলিয়ন পাউন্ডে। ভারতীয় মুদ্রায় খরচ ৭৮০ কোটি টাকা।
ফুটবল মহলকে চমকে দিয়ে নাপোলি থেকে গালাতাসারে আসেন ভিক্টর ওসিমেন। খরচ পড়ে ৬৫ মিলিয়ন পাউন্ড। সাধারণত তুরস্কের ক্লাব এতো খরচ করে না।
এরপর ফের আসবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নাম। আক্রমণভাগ শক্তিশালী করতে ব্রেন্টফোর্ড থেকে ব্রায়ান এমবেউমাকে ৬৫ মিলিয়ন পাউন্ডে ও উলভস থেকে ম্যাথিউস কুনহাকে ৬৪ মিলিয়ন পাউন্ডে দলে নিয়েছে রেড ডেভিলসরা। তাতে কি ভাগ্য ফিরবে?
Published By: Arpan DasPosted: 07:57 PM Sep 02, 2025Updated: 07:57 PM Sep 02, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
