Advertisement
ঝাড়ুদার থেকে ক্রিকেটের আলোকবৃত্তে, স্বপ্নপূরণের নায়ক রিঙ্কুর দখলে কত টাকার সম্পত্তি?
তাঁর জীবনকাহিনি অনেকের অনুপ্রেরণা হতে পারে।
ক্রিকেটের আলোকবৃত্তে আসতে যথেষ্ট লড়াই করতে হয়েছিল রিঙ্কু সিংকে। একটা সময় ক্রিকেট ছেড়ে ঝাড়ুদারের চাকরি পর্যন্ত করতে হয়েছিল তাঁকে। আজ এহেন রিঙ্কু সিংয়ের জন্মদিন। টিম ইন্ডিয়ার এই তারকাকে শুভেচ্ছা জানাচ্ছেন দেশবাসী।
পরিবারকে আর্থিকভাবে সাহায্যের জন্য অনেক কষ্ট করেছেন। তাঁর বাবা একজন এলপিজি ডেলিভারি ম্যান এবং এক ভাই অটোরিকশা চালক ছিলেন। সেই কারণে তাঁদের পরিবারে অর্থাভাব ছিল। ক্রিকেটের প্রতি তার অদম্য জেদ এবং পরিবারের কাছ থেকে পাওয়া সমর্থন তাঁকে প্রতিকূল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। এখন তিনি কোটি কোটি টাকার মালিক।
তাঁর জীবনকাহিনি অনেকের অনুপ্রেরণা হতে পারে। রিঙ্কু সিংয়ের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৮ থেকে ২০ কোটি টাকা। ক্রিকেট থেকে উপার্জিত এই অর্থ। ভারতীয় দল তো বটেই, আইপিএল বেতন এবং স্পনসর থেকে উপার্জন করেন তিনি।
কলকাতা নাইট রাইডার্স প্রতি মরশুমে তিনি পান প্রায় ১৩ কোটি টাকা বেতন দেয়। তাছাড়াও ভারতীয় ক্রিকেট দলের সদস্য হিসাবে তাঁর বার্ষিক চুক্তিও রয়েছে। সেখান থেকেও নিয়মিত আয় হয় তাঁর।
এখন তিনি বিলাসবহুল বাংলোর মালিক। ৫০০ বর্গফুটের সেই বাড়ির দাম ৩.৫ কোটি টাকা। এটি আলিগড়ের ওজোন সিটির গোল্ডেন এস্টেটে। ২০২৪ সালে বাড়িটি কিনেছিলেন রিঙ্কু। বাংলোটি তিনতলা। সপরিবারের রিঙ্কু এখানেই থাকেন।
Published By: Prasenjit DuttaPosted: 07:56 PM Oct 12, 2025Updated: 07:59 PM Oct 12, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
