Advertisement
'ফ্যামিলি ম্যান ৩' থেকে 'জিদ্দি ঈশক্', চলতি সপ্তাহে 'নাইট বিঞ্জ' তালিকায় আর কোন সিরিজ?
কোন কোন সিরিজ রয়েছে এই তালিকায় দেখে নিন।
সারা দিনের ব্যস্ততার পর বাড়ি ফিরে শান্তির ঘুম দিতে যাওয়ার আগে, বিছানায় গা এলিয়ে নিজের পছন্দের সিরিজটি দেখে নেওয়া, এ যেন সব সিনেপ্রেমীর জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। 'নাইট বিঞ্জ' করতে ভালোবাসেন না সে মানুষ খুঁজে পাওয়া দুস্কর।
চলতি মাসে মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত এমন কিছু সিরিজ যার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। এই তালিকায় রয়েছে 'ফ্যামিলি ম্যান সিজন ৩'। এই সিরিজে মুখ্য চরিত্রে রয়েছেন মনোজ বাজপেয়ী। আগামী ২১ নভেম্বর যা মুক্তি পাবে নেটফ্লিক্সে।
আগামী ২০ নভেম্বর নেটফ্লিক্সের পর্দায় মুক্তি পাবে 'অ্যা ম্যান অন দ্য ইনসাইড সিজন ২'। 'দ্য মোল এজেন্ট' থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে এই সিরিজ ।
আগামী ২১ নভেম্বর মুক্তি পাবে নেটফ্লিক্সের পর্দায় 'ডাইনিং উইদ দ্য কাপুরস'। তারকাদের হাঁড়ির খবর কে না পেতে চায়? আর বলিউডে কাপুর পরিবারের অবদান তো সকলেরই জানা। এবার তাঁদের অন্দরের কাহিনিই পর্দায় তুলে ধরবেন আরমান জৈন।
রাজ চক্রবর্তীর প্রথম হিন্দি সিরিজ 'জিদ্দি ঈশক' মুক্তি পাবে আগামী ২১ নভেম্বর জিও হটস্টারে। রাজের 'পরিণীতা' ছবির সেই গল্পই এবার ভাষা পরিবর্তিত হয়ে আসবে দর্শকের দরবারে।
Published By: Arani BhattacharyaPosted: 10:01 PM Nov 17, 2025Updated: 10:01 PM Nov 17, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
