Advertisement
রথযাত্রা শেষে গিয়েছিলেন শয়নে, ১০৮ কলসীর জলে ঘুম ভাঙল কোচবিহারের ছোট মদনমোহনের
মূল মন্দিরের বারান্দায় স্নান করানো হয় তাঁকে।
রথযাত্রার পরে শয়নে গিয়েছিলেন ছোট মদনমোহন ঠাকুর। অবশেষে ঘুম ভেঙে উঠলেন তিনি। অনুষ্ঠিত হল ছোট মদনমোহনের স্নানযাত্রা। উপস্থিত ছিলেন ভক্তরা।
কোচবিহার রাজবাড়ির ঠাকুর ছোট মদনমোদন। আজ, নভেম্বর মাসের ২ তারিখ রবিবার রাজবাড়িতে তাঁর মন্দিরের সামনে স্নানযাত্রা অনুষ্ঠিত হল। ১০৮ কলসীর জলে স্নান করানো হল তাঁকে।
কোচবিহারের রাজাদের আমল থেকে স্নানযাত্রার প্রথা চলে আসছে। এখানে রথযাত্রায় সময়ও ঠাকুর মদনমোহনকে স্নান করানো হয়। তারপর তিনি শয়নে যান। আজ তাঁর ঘুম ভাঙল। সেই উপলক্ষ্যে তাঁকে ফের স্নান করানো হল।
আজ, মূল মন্দিরের বারান্দায় জল দিয়ে স্নান করানো হয়। জানা গিয়েছে ডাব, নদীর জল দিয়ে প্রিয় মদনমোহনকে স্নান করানো হয়েছে।
কথিত আছে, কোচবিহারের রাজাদের আরধ্য দেবতা মদনমোহন। শুধু রাজ পরিবারের সদস্যরা নয়, কোচবিহারবাসীও তাঁকে পুজো করেন। যেকোনও শুভ কাজের আগে মদনমোহনকে পুজো করেন তাঁরা।
দেবতার স্নানের জন্য সকাল থেকেই তুঙ্গে ছিল ব্যস্ততা। কার্যত যুদ্ধকালীন তৎপরতায় সব কাজ সারেন সদস্যরা। অনেকভক্ত আসেন রাজবাড়িতে।
Published By: Subhankar PatraPosted: 05:20 PM Nov 02, 2025Updated: 05:55 PM Nov 02, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
