Advertisement
মরশুম বদলে চুলের ক্ষতি? জেনে নিন কীভাবে নেবেন বিশেষ যত্ন
মরশুম বদলের সময় ত্বক এবং চুলের সমস্যা হওয়া খুবই স্বাভাবিক।
উৎসব শেষেই মরশুম বদলের সময়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, দরজায় এবার শীতের কড়া নাড়ার সময় এসেছে। এই সময়ে নানা শারীরিক সমস্যা দেখা দেয়। ত্বক এবং চুলের সমস্যা খুবই স্বাভাবিক।
মরশুম বদলের সময় ত্বকের শুষ্কতা যেমন দেখা দেয়। তেমনই আবার বাড়ে চুল পড়ার সমস্যাও। যার ফলে জেরবার প্রায় বেশিরভাগ মহিলা।
চুল পড়ার সমস্যা কমাতে হাজারও পন্থা অবলম্বন করা হয়। তাতেও লাভ কিছুই হয় না। আয়নার সামনে দাঁড়িয়ে মুখভার তন্বীর।
তবে বিশেষজ্ঞদের মতে, এই সময়ে বিশেষ কিছু পন্থা অবলম্বনে চুল পড়ার সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব। তাই মরশুম বদলের সময় সতর্কতামূলক পন্থা অবলম্বন করতেই হবে। নইলে চুল পড়ার সমস্যা থেকে রেহাই পাওয়া কার্যত অসম্ভব।
অবশ্যই শ্যাম্পু নির্বাচন করতে হবে ভেবেচিন্তে। স্ক্যাল্পের শুষ্কতা দূর করতে ময়েশ্চারাইজার যুক্ত শ্যাম্পু ব্যবহার করুন। নইলে চুল শুষ্ক হয়ে যেতে পারে।
অবশ্যই শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করুন। তাতে চুলের শুষ্কতা দূর হবে। চুল হবে আরও উজ্জ্বল এবং মোলায়েম।
মরশুম বদলের সময় ভুলে ভিজে তোয়ালে ব্যবহার করবেন না। শুকনো তোয়ালে ব্যবহার করুন। তারপর ভালো করে চুলের গোড়া শুকোন। নইলে চুল পড়ার সমস্যা বাড়বে।
Published By: Sayani SenPosted: 08:39 PM Oct 22, 2025Updated: 08:39 PM Oct 22, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
