Advertisement
জন্মদিনে নতুন প্রেমে সিলমোহর! সমুদ্রসৈকতে কার সঙ্গে সময় কাটাচ্ছেন হার্দিক?
ছবি দেখে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন 'সাধারণ মেয়ে' নাতাশাও।
তাঁদের বিচ্ছেদ হয়েছিল ২০১৮-র জুলাইয়ে। বলা হচ্ছে হার্দিক পাণ্ডিয়া এবং নাতাশা স্টানকোভিচের কথা। দু'জন সোশাল মিডিয়ায় যৌথ বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছিলেন। এরপর হার্দিকের একাধিক নারীসঙ্গের কথা জানা গিয়েছে। এরই মধ্যে কি নতুন সম্পর্কে জড়ালেন টিম ইন্ডিয়ার এই অলরাউন্ডার? জন্মদিনে সেই ইঙ্গিতই দিলেন হার্দিক।
জল্পনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবার হার্দিকের সঙ্গে নাম জড়িয়েছে এক লাস্যময়ী মডেলের। তাঁর নাম মাহিকা শর্মা। সোশাল মিডিয়ায় স্বল্পবসনা ছবিতে প্রায়ই উষ্ণতা ছড়ান। মাহিকার সঙ্গে সম্পর্কে কি সিলমোহর দিলেন হার্দিক?
শুক্রবার প্রথমে তাঁদের দেখা যায় মুম্বই বিমানবন্দরে। এরপরেই সমুদ্রসৈকতে দু'জনে একসঙ্গে দাঁড়িয়ে রোমান্টিক ছবি পোস্ট করেন। এর আগে মাহিকার ইনস্টাগ্রাম হ্যান্ডলে প্রায় ৫০ হাজার ফলোয়ারের মধ্যে হার্দিকের নাম দেখে দু'জনের সম্পর্কের জল্পনা বেড়েছিল। এবার সেই দু'জনই মুখোমুখি সমুদ্রের বালুকাবেলায়।
অনেকেই মনে করছেন, দু'জন হয়তো ডুবে ডুবে জল খেয়ে অনেক দূর এগিয়েছেন। সেই কারণেই সমুদ্রসৈকতে একান্তে কাটিয়েছেন। তবে সেই ছবি ভাইরাল হতেই ইঙ্গিতপূর্ণ পোস্টও করেছেন নাতাশা।
হার্দিকের সঙ্গে মাহিকার ছবি পোস্ট হওয়ার কিছুক্ষণ পর নাতাশা নিজের একগুচ্ছ ছবি পোস্ট করেন। সেখানে তিনি কোনও ক্যাপশন না লিখেছেন দিয়েছেন সাদা রঙের হৃদয়ের ইমোজি। তার সঙ্গে যুক্ত করেছেন হ্যানা মন্টানার জনপ্রিয় গান 'অর্ডিনারি গার্ল'।
নেটিজেনরা মনে করছেন, এভাবে নাতাশা ঠারেঠোরে বুঝিয়ে দিলেন তিনি নিতান্তই 'সাধারণ মেয়ে'। এভাবেই বেঁচে থাকতে ভালো লাগে তাঁর। বিচ্ছেদের পর হার্দিককে নিয়ে একবারই মাত্র মন্তব্য করেছিলেন নাতাশা। বলেছিলেন, ভারতীয় অলরাউন্ডার খুবই আত্মকেন্দ্রিক।
এর আগে মাহিকাকে হার্দিকের নিজের শহর বরোদাতেও দেখা গিয়েছিল। এমনও বলা হচ্ছে, এশিয়া কাপে ভারতের ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন মাহিকা। যা দু'জনের সম্পর্কের জল্পনা আরও বাড়িয়ে দিয়েছিল। তবে সেই সব জল্পনা আজ অতীত বলে মনে হচ্ছে।
মাহিকার বড় হওয়া দিল্লিতে। নেভি চিলড্রেন স্কুলে পড়াশোনার পর স্নাতকস্তরে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন। পড়াশোনাতেও যথেষ্ট মেধাবী ছিলেন। তারপর আমেরিকাতে একবছর সাইকোলজি নিয়ে পড়াশোনা করেন। অস্কারজয়ী পরিচালক নির্মাতা অরল্যান্ডো ভন আইন্সিডেলের ‘ইনটু দ্য ডাস্ক’ ও উমঙ্গ কুমারের ‘পিএম নরেন্দ্র মোদি’ (২০১৯) ছবিতে অভিনয়ও করেছেন মাহিকা।
Published By: Prasenjit DuttaPosted: 02:52 PM Oct 11, 2025Updated: 02:52 PM Oct 11, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
