Advertisement
বরফের চাদরে ঢাকল সান্দাকফু-টংলু, উচ্ছ্বসিত পর্যটকরা
তুষারপাতের সঙ্গী বৃষ্টিও।
সকালে দার্জিলিং-কালিম্পংয়ের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দুপুরের পর হালকা বৃষ্টি। বিকেলে টংলু এলাকার তাপমাত্রা শূন্যের নিচে নামে। শুরু হয় ভারী তুষারপাত।
দার্জিলিংয়ের সোনাদা, ঘুম, বাতাসিয়া, চাটকপুর, টাইগারহিল এলাকায় হালকা বৃষ্টি চলছে। সেখানেও তুষারপাতের সম্ভাবনা প্রবল।
পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে পড়ায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
Published By: Paramita PaulPosted: 09:32 PM Jan 16, 2024Updated: 09:32 PM Jan 16, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
