শাহরুখ-ভিকির ঘনিষ্ঠ নাচ থেকে রেখার নস্ট্যালজিয়া, দেখুন IIFA মঞ্চের নজরকাড়া মুহূর্ত
রানি মুখোপাধ্যায়ের সঙ্গেও খুনসুটি করতে ছাড়েননি বলিউড বাদশা।
Tap to expand
ক্যাটরিনা কাইফের সঙ্গে 'জব তক হ্যায় জান' ছবিতে রোম্যান্স করেছিলেন। IIFA পুরস্কারের মঞ্চে ভিকি কৌশলের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে নাচলেন শাহরুখ। তাও আবার 'পুষ্পা' সিনেমার ভাইরাল 'উ আন্তাভা' গানে।
Tap to expand
এবারের IIFA সেরার তালিকায় যেন নয়ের দশক ফিরে এসেছে। সেরা অভিনেতা শাহরুখ খান। সেরা অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। রানির সঙ্গেও খুনসুটি করতে ছাড়েননি বলিউড বাদশা।
Tap to expand
এবারে IIFA-র মঞ্চে সেরা পাওনা 'এভারগ্রিন' রেখা। শোনা যায়, প্রায় দেড়শো শিল্পীর সঙ্গে নাকি টানা ২২ মিনিট পারফর্ম করেছেন ৬৯ বছরের অভিনেত্রী।
Tap to expand
'অ্যানিম্যাল' সিনেমার জন্য এবার সেরা সহ-অভিনেতা হয়েছেন অনিল কাপুর। শাবানা আজমি সেরা সহ-অভিনেত্রী হয়েছেন 'রকি অউর রানি কি প্রেম কাহানি' সিনেমার জন্য।
Tap to expand
'অ্যানিম্যাল' সিনেমার জন্যই সেরা খলনায়কের পুরস্কার পেয়েছেন ববি দেওল। বলতে গেলে সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই ছবিই তাঁর কেরিয়ারের চাকাকে নতুন করে গতি দিয়েছে।
Tap to expand
নাচের ছন্দে আবু ধাবির IIFA মঞ্চ মাতিয়েছেন 'গরমি গার্ল' নোরা ফতেহি। দর্শকদের জন্য পারফর্ম করেছেন অনন্যা পাণ্ডেও।
Tap to expand
ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমির মঞ্চে শাহিদ কাপুরের ডান্সিং স্টাইলও দারুণ ছিল। প্রভু দেবার সঙ্গেও নাচতে দেখা যায় তাঁকে।
Tap to expand
এদিন বিশেষ সম্মান পেয়েছেন বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী। তাঁকে ও প্রযোজক-পরিবেশক জয়ন্তীলাল গাদাকে ভারতীয় সিনেমায় অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়েছে।
Tap to expand
সিনেমা জগতে ২৫ বছর পূর্ণ হওয়ায় সম্মানিত করা হয়েছে করণ জোহরকে। সম্মান নেওয়ার আগে শাহরুখকে প্রণামও করেছেন করণ। ছবি: ফেসবুক ও ইনস্টাগ্রাম।
Published By: Suparna MajumderPosted: 11:25 AM Sep 29, 2024Updated: 05:19 PM Sep 29, 2024
রানি মুখোপাধ্যায়ের সঙ্গেও খুনসুটি করতে ছাড়েননি বলিউড বাদশা।