Advertisement
সৈকতে আলসেমির মেজাজে নায়িকা, চিনতে পারছেন?
বিপাশা বসুর আগে এই অভিনেত্রীকেই মন দিয়েছিলেন করণ সিং গ্রোভার।
ঝকঝকে রোদ। সামনে হালকা নীল জল। মাথার উপরে খোলা আকাশ। মুক্তির এই আশকারাতেই পেয়ে বসে আলসেমি। ছুটির মেজাজে ক্যামেরাবন্দি জেনিফার উইঙ্গেট।
নাম শুনে মনে হতেই পারে বিদেশি। তবে হিন্দি টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী কিন্তু প্রিয়াঙ্কা চোপড়ার মতোই 'দেশি গার্ল'। মুম্বইয়ে জন্ম তাঁর।
জেনিফারের মা পাঞ্জাবি, বাবা মহারাষ্ট্রের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। ছোটবেলাতেই তাঁর অভিনয়ে হাতেখড়ি। শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন 'আকেলে হাম আকেলে তুম' সিনেমা ও 'শাকা লাকা বুম বুম' সিরিয়ালে।
'কসৌটি জিন্দেগি কে', 'সঙ্গম' সিরিয়ালে নায়িকা হিসেবে কাজ করেন জেনিফার। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান 'দিল মিল গ্যায়ে' সিরিয়ালের ডা. ঋধিমা গুপ্তা হয়ে।
'দিল মিল গ্যায়ে' সিরিয়ালেই জেনিফারের নায়ক ছিলেন করণ সিং গ্রোভার। ২০১২ সালে করণের সঙ্গে জেনিফারের বিয়ে হয়। ২০১৪ সালের নভেম্বর মাসে দুজনের বিচ্ছেদ। ২০১৬ সালে বিপাশা বসুকে বিয়ে করেন করণ।
Published By: Suparna MajumderPosted: 04:06 PM Sep 04, 2024Updated: 04:25 PM Sep 04, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ