Advertisement
অমূল্য নীলা-পান্নার গয়না থেকে হিরের মুকুট লুট, আর কোন সম্পদে সমৃদ্ধ ল্যুভর মিউজিয়াম?
দেখে নিন সেসব মহামূল্যবান সামগ্রীর ছবি।
প্যারিসের ইতিহাসে তোলপাড় ফেলা ঘটনা। বিশ্ববিখ্যাত ল্যুভর মিউজিয়ামের গ্যালারি ডি অ্যাপোলোন বা অ্যাপোলো গ্যালারিতে দুর্ধর্ষ লুণ্ঠন! মাত্র ৭ মিনিটের অপারেশন চোরের দল লুটপাট করেছে বহু মূল্যবান সামগ্রী। যার শুধু অর্থমূল্যই নয়, ঐতিহাসিক দিক থেকেও বেশ গুরুত্বপূর্ণ। কী কী চুরি গিয়েছে, তার তালিকা তৈরি করতে গিয়ে খানিকটা সময়ই লেগেছে মিউজিয়াম কর্তৃপক্ষ, পুলিশের। জানা যাচ্ছে, একটি সামগ্রী উদ্ধারও হয়েছে। 'রিজেন্ট ডায়মন্ড' খচিত ফরাসি সম্রাজ্ঞী ইউজিনের মাথার মুকুট, তবে ক্ষতিগ্রস্ত অবস্থায়।
জানা যাচ্ছে, রবিবার ল্যুভর মিউজিয়ামের অ্যাপোলো গ্যালারি থেকে চুরি হয়েছে মোট ৯টি অলংকার। তার কোনওটা রাজা নেপোলিয়নের ব্যবহৃত, কোনওটা আবার রানির উপহার পাওয়া। খোয়া গিয়েছে রানি মেরি-এমিলির ব্যবহৃত টায়রা, নীলার হার, কানের দুল, মুকুট। এছাড়া রানি ইউজিনের ব্যবহৃত হিরেখচিত বো-টিও উধাও।
এছাড়া হিরে-পান্না বসানো একটি নেকলেসের সেটও খোয়া গিয়েছে। তাতে একজোড়া কানের দুলও আছে। সেটি রানি মেরি-লুইজের ব্যবহৃত এক ঐতিহাসিক গয়না।
তবে রানি ইউজিনের একটি মুকুট শেষ মুহূর্তে নিতে পারেনি চোরের দল। এতে একটি বড় হিরেখণ্ড এবং তার উপর ক্রুশ চিহ্ন খচিত ছিল হিরে দিয়েই। 'রিজেন্ট ডায়মন্ড' বলে পরিচিত ওই হিরেখণ্ড। পালানোর সময় তা ফেলে রেখে গিয়েছে দুষ্কৃতীরা। মিউজিয়াম সূত্রে খবর, ওই মুকুটটি ক্ষতিগ্রস্ত অবস্থায় উদ্ধার হয়েছে। এর আগে মুকুটের শুধুমাত্র হীরকখণ্ডটির দামই নিলামে উঠেছিল ৬ কোটি মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় ৫০০ কোটি টাকারও বেশি।
বাকি সামগ্রী উদ্ধারে তৎপর ফরাসি পুলিশ। তবে ল্যুভর মিউজিয়াম যে কারণে সবচেয়ে বেশি জনপ্রিয়, তা হল লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা বিখ্যাত ছবি 'মোনালিসা'। তার শিল্পমূল্য সম্ভবত অনুধাবন করতে পারেনি দুষ্কৃতীরা। আর তাই সদাহাস্যময় মোনালিসার ছবি লুটে কোনও আগ্রহ দেখায়নি। মোনালিসা অক্ষতই রয়েছেন।
ল্যুভর মিউজিয়ামের একটি অংশে এই মুহূর্তে সংস্কারের কাজ চলছে। রবিবার সকালে সেইদিক দিয়েই মিউজিয়ামে ঢোকে চোরের দল। হাইড্রলিক ল্যাডার দিয়ে অ্যাপোলো গ্যালারিতে ঢুকে জানলার কাচ ভেঙে লুটপাট চালায়। তাদের টার্গেট ছিল মূলত বহুমূল্য অলংকারগুলি। তাই নয়নাভিরাম কিছু মূর্তি এবং বিখ্যাত চিত্রশিল্প তাদের নজর এড়িয়ে গিয়েছে। সেগুলিও রয়েছে স্বস্থানে।
Published By: Sucheta SenguptaPosted: 02:53 PM Oct 20, 2025Updated: 02:53 PM Oct 20, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
