Advertisement
৪১ বছরের এশিয়া কাপে সফলতম দল ভারত, পাল্লা দিয়ে লড়াই শ্রীলঙ্কার, ছবিতে টুর্নামেন্টের খুঁটিনাটি
কেন ২০১৬ থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে পর্যায়ক্রমে হয় এই টুর্নামেন্ট?
বেজে গিয়েছে ২০২৫-র দামামা। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে অভিযান শুরু করতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন দল ভারত। শুধু ২০২৩-র চ্যাম্পিয়ন নয়, ভারত এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। রইল এশিয়া কাপের রেকর্ড ও ইতিহাসের খুঁটিনাটি।
১৯৮৪ সালে সংযুক্ত আরব আমিরশাহিতেই শুরু হয় এশিয়া কাপ। সেবার শুধু অংশগ্রহণ করেছিল ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। শারজা স্টেডিয়ামে ম্যাচগুলো হয়েছিল। লিগ ফরম্যাটের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল সুনীল গাভাসকরের ভারত।
ভারত মোট ৮ বার এই টুর্নামেন্ট জিতেছে। ১৯৮৪, ১৯৮৮, ১৯৯০-৯১, ১৯৯৫, ২০১০, ২০১৬, ২০১৮ ও ২০২৩ সালের চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। অন্যদিকে শ্রীলঙ্কা ৬ বার ও পাকিস্তান ২ বারের বিজয়ী। বাংলাদেশ এই টুর্নামেন্ট জয়ের স্বাদ পায়নি।
২০১৬ সাল থেকে এই টুর্নামেন্ট ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে পর্যায়ক্রমে হয়। অর্থাৎ একবার ওয়ানডে ফরম্যাটে হলে, দু'বছর পর টি-টোয়েন্টি ফরম্যাটে হয়। মূলত, পরের বছর বিশ্বকাপকে মাথায় রেখে এই পর্যায়ক্রমে বদল ঠিক করা হয়েছে। (ছবিতে ২০১২ সালের এশিয়া কাপ জয়ী পাকিস্তান)
এই টুর্নামেন্টের ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি রান শ্রীলঙ্কার সনৎ জয়সূর্যর। ২৫ ম্যাচে তিনি করেছিলেন ১২২০ রান। অন্যদিকে টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি রান বিরাট কোহলির। ১০ ম্যাচে তাঁর রান সংখ্যা ৪২৯।
এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি উইকেট মুরলীধরনের। শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার ২৪ ম্যাচে পেয়েছেন ৩০ উইকেট। আবার টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি উইকেট ভারতের ভুবনেশ্বর কুমারের। ৬ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ১৩। (ছবিতে ১৯৯৫ সালের এশিয়া কাপ জয়ী ভারত)
এক ইনিংসে সেরা ব্যাটিংয়ের কৃতিত্ব বিরাট কোহলির। সেটা ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই। ২০১২ সালে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে কোহলি ১৮৩ করেছিলেন। অন্যদিকে টি-টোয়েন্টি ফরম্যাটে ২০২২ সালে আফগানিস্তানের বিরুদ্ধে কোহলি ১২২ রান করেন।
Published By: Arpan DasPosted: 02:09 PM Sep 10, 2025Updated: 02:09 PM Sep 10, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
