Advertisement
ব্যালন ডি'অর জিতলেন দেম্বেলে-বোনমাতি, বর্ষসেরার তালিকায় আর কে কে?
টানা তৃতীয়বার ব্যালন ডি'অর জিতে মেসির নজির স্পর্শ বোনমাতির।
বর্ষসেরা ফুটবলারের শিরোপা পেলেন ফ্রান্স তারকা উসমান দেম্বেলে। স্পেনের তরুণ তুর্কি লামিনে ইয়ামালকে পিছনে ফেলে সেরার শিরোপা উঠল পিএসজি তারকার মাথায়। গত মরশুমে অনবদ্য পারফর্ম করেছেন ফরাসি তারকা। পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম কারিগর তিনি।
অনেকেই আশা করেছিলেন বার্সেলোনার তরুণ তুর্কি লামিনে ইয়ামাল ব্যালন ডি'অর জিতবেন। সেটা না হলেও তিনি কোপা ট্রফি জিতেছেন। সেরা উঠতি প্রতিভাকে এই পুরস্কার দেওয়া হয়। ১৮ বছর বয়সি ইয়ামাল পরপর দু'বার এই ট্রফি জিতলেন।
মহিলাদের ব্যালন ডি'অর বিজেতা বার্সেলোনা ও স্পেনের আইতানা বোনমাতি। এই নিয়ে টানা তিনবার তিনি এই পুরস্কার জিতলেন। যা রেকর্ড। উল্লেখ্য, লিওনেল মেসি ও মিশেল প্লাতিনির পাশাপাশি বোনমাতি টানা তিনবার ব্যালন ডি'অর জিতলেন।
বর্ষসেরা ক্লাবের পুরস্কার পেল প্যারিস সেন্ট জার্মেইন। ফ্রান্সের ক্লাব গত মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ, লিগ ওয়ান ও ফ্রেঞ্চ কাপ। এছাড়া পিএসজি ক্লাব বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল। মহিলাদের সেরা ক্লাব হয়েছে আর্সেনাল।
বর্ষসেরা কোচ হয়েছেন পিএসজি-র লুইস এনরিকে। সেই সঙ্গে আরেকটি পুরস্কারও তিনি পেয়েছেন। সামাজিক কাজের জন্য সক্রেটিস পুরস্কার পেয়েছেন স্প্যানিশ কোচ। প্রয়াত কন্যা জানার নামে একটি সংগঠন অসুস্থ শিশুদের চিকিৎসার দায়িত্ব নেয়।
Published By: Arpan DasPosted: 02:38 PM Sep 23, 2025Updated: 02:38 PM Sep 23, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
