Advertisement
টিম গেমে ১০-এ ১০ নারীশক্তি! বিশ্বজয়ে স্মৃতিদের মার্কশিট দিল সংবাদ প্রতিদিন ডিজিটাল
ভারতের বিশ্বজয়ে অবদান রেখেছেন প্রায় সব ক্রিকেটারই।
শেফালি বর্মা (৯.৫/১০): বিশ্বকাপে দলে ছিলেন না। প্রতীকা রাওয়াল চোট পাওয়ায় সুযোগ আসে। সেমিফাইনাল ও ফাইনাল খেলছেন। আর ফাইনালে ৭৮ বলে ৮৭ রানের যে ইনিংসটা ‘হরিয়ানা কি ছোড়ি’ খেলে গেলেন, সেটা রীতিমতো বাঁধিয়ে রাখার মতো ঝকঝকে। বহু বছর স্মৃতিতে ধরে রাখার মতো স্মরণীয়। সঙ্গে বল হাতে দুটি গুরুত্বপূর্ণ উইকেট।
প্রতীকা রাওয়াল (৮/১০): ৫১.৩৩ গড়ে ৩০৮ রান করেছিলেন এবং টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। সর্বোচ্চ ১২২ রান। ভারতের বিশ্বকাপ অভিযানের অন্যতম শক্তি। তবে চোটের জন্য সেমিফাইনাল ও ফাইনালে খেলতে না পারেননি। সেই প্রতীকা হুইল চেয়ারে বসে সতীর্থদের সঙ্গে সেলিব্রেট করলেন বিশ্বজয়ের মুহূর্ত।
স্মৃতি মন্ধানা (৮/১০): গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছেন স্মৃতি মন্ধানা। ৯ ম্যাচে করেছেন ৪৩৪। সর্বোচ্চ ১০৯। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানশিকারী। দলের অধিনায়ক ও সহ-অধিনায়ককে দেখা গেল একসঙ্গে সেলিব্রেট করতে। ভারতীয় ক্রিকেটের দুই রানি।
হরমনপ্রীত কৌর (৭/১০): ভারত অধিনায়ক বিশ্বকাপের আট ইনিংসে ৩২.৫০ গড়ে ২৬০ রান করেছেন। যার মধ্যে সর্বোচ্চ ৮৯। দুটি অর্ধশতক রয়েছে তাঁর নামে। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি ৮৮ বলে ৮৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
জেমাইমা রডরিগেজ (৭/১০): বিশ্বকাপে ৮ ইনিংসে করেছেন ২৯২ রান। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি ১২৭ রানের ইনিংস খেলে রেকর্ড ৩৩৯ রান তাড়া করে ভারতকে জিতিয়েছিলেন। যা সম্ভবত মহিলা বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা হয়ে থাকবে। তার সঙ্গে থাকবে জেমাইমার অনবদ্য ফিল্ডিং।
দীপ্তি শর্মা (৯.৫/১০): টুর্নামেন্টের সেরা হয়েছেন দীপ্তি শর্মা (২১৫ রান ও ২২ উইকেট)। ২০১১-র ভারতের পুরুষদের বিশ্বজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন যুবরাজ সিং। তিনিও ব্যাটে-বলে পারফর্ম করে বিশ্বকাপের সেরা হয়েছিলেন। দীপ্তি যেন যুবরাজেরই প্রতিচ্ছবি।
রিচা ঘোষ (৮/১০): প্রথম বাঙালি বিশ্বজয়ী রিচা ঘোষ। ভারতের বিশ্বস্ত ফিনিশার। শেষবেলায় শিলিগুড়ির ২২ বছর বয়সি তরুণীর ব্যাটের ঝড় ছাড়া ভারতের ইনিংস অসম্পূর্ণ। বিশ্বকাপে তিনি মোট ২৩৫ রান করেছেন। যার মধ্যে লিগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁর সর্বোচ্চ ৯৪ রান ছিল। ফাইনালে ২৪ বলে ৩৪ রান করেন।
অমনজ্যোত কৌর (৭/১০): বিশ্বকাপে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অমনজ্যোত। শ্রীলঙ্কার বিরুদ্ধে আট নম্বরে নেমে ৫৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন তিনি। বল হাতেও পেয়েছেন ছ’টি উইকেট। এর মধ্যে শেষ চারের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিয়েছিলেন ফোব লিচফিল্ডের উইকেটও ছিল। ফাইনালে অসাধারণ ক্যাচ তো বটেই, তাজমিন ব্রিটসকে রান আউটও করেন তিনি।
Published By: Arpan DasPosted: 06:08 PM Nov 03, 2025Updated: 06:10 PM Nov 03, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
