Advertisement
স্পট ফিক্সিং থেকে বল বিকৃতি, অতীত ভুলে 'স্পিরিট' শেখাচ্ছে পাকিস্তান! ছবিতে পাক 'সন্তদের' কাহিনি
হ্যান্ডশেক গেট নিয়ে আচমকা 'স্পোর্টসম্যানশিপ' জেগে উঠেছে পাকিস্তানের।
দুবাইয়ে ভারত খেলা শেষে করমর্দন না করায় ক্রিকেটের স্পিরিট নিয়ে প্রচুর কথাবার্তা বলছে পাকিস্তান। একবার দেখে নেওয়া যাক, ক্রিকেট ইতিহাসে তাদের গোটা কয়েক 'কীর্তিমালা'।
বল বিকৃতির অভিযোগেও বিদ্ধ হয়েছে পাকিস্তান। কে ভুলতে পেরেছে, ওভালে ইংল্যান্ড বনাম পাকিস্তন টেস্টে সেই বল বিকৃতিকে ঘিরে বিতর্ক? সেই টেস্টের দুই আম্পায়ার নিদান দিয়েছিলেন যে, পাকিস্তান টিম বল বিকৃতি করেছে।
২০০৩ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বল বিকৃতি করার অভিযোগ উঠেছিল পাকিস্তানের নামজাদা পেসার শোয়েব আখতারের বিরুদ্ধে।
২০১০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একাধিকবার দেখা যায় শাহিদ আফ্রিদি বলে কামড় দিচ্ছেন। পাকিস্তান ম্যাচ হারে, আফ্রিদিকে ক্ষমাও চাইতে হয়। পরে দুটো টি-টোয়েন্টি ম্যাচে নির্বাসিত করা হয়।
২০১১ সালে সলমন বাট, মহম্মদ আসিফ এবং মহম্মদ আমেরকে স্পট ফিক্সিংয়ের অপরাধে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করে আইসিসি। পরে আমের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এলেও আসিফ-সলমনের পক্ষে সেটা করা সম্ভব হয়নি।
সেলিম মালিক। আতাউর রহমান। দানিশ কানেরিয়া। শের্জিল খান। অতীতে একাধিক পাকিস্তানি ক্রিকেটারকে আজীবনের নির্বাসনে পাঠানো হয়েছে।
এমনকী প্রবাদপ্রতিম ওয়াসিম আক্রম পর্যন্ত সন্দেহের আওতায় ছিলেন। পার পাননি বাবর আজমও। তাঁর বিরুদ্ধেও সাম্প্রতিক সময়ে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল।
Published By: Arpan DasPosted: 02:02 PM Sep 16, 2025Updated: 02:02 PM Sep 16, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
