Advertisement
দিল্লি বিস্ফোরণের পরেই নিরাপত্তার ঘেরাটোপে বাংলা, সীমান্ত এলাকায় কড়া নজর
দিল্লি বিস্ফোরণের পরেই বাংলাজুড়ে জারি রেড অ্যালার্ট।
দিল্লি বিস্ফোরণের পরেই বাংলাজুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় নিরাপত্তা বাড়ানো হয়। জোর দেওয়া হয় নাকা চেকিং এবং পেট্রোলিংয়ে। শহরে ঢোকা বেরনোর সময় সমস্ত গাড়িগুলি পরীক্ষা করা হয়।
ঘটনার পরই লালবাজারের তরফে সমস্ত থানাকে সতর্ক করা হয়। মেট্রো সংলগ্ন এলাকাগুলিতে নজরদারি বাড়ানোর কথা বলা হয়।
দিল্লি বিস্ফোরণের পরেই নড়েচড়ে বসে চন্দননগর পুলিশ কমিশনারেট। কমিশনারেটের উত্তরপাড়া থানার হুগলি ও হাওড়া জেলার সংযোগকারী থানাগুলিকে সতর্ক করা হয়। হুগলি থেকে হাওড়ার দিকে যে সব গাড়ি যায় কিংবা হাওড়া থেকে যে সব গাড়ি আসে, প্রত্যেকটি গাড়িকে পরীক্ষা করে দেখেন পুলিশ আধিকারিকরা। প্রতিটি চারচাকা গাড়ির ডিকি খুলে চেক করা হয়। উত্তরপাড়ার পাশাপাশি শ্রীরামপুর থানার শেওড়াফুলি ফাঁড়ির পুলিশও নাকা চেকিং চালায় জিটি রোডে এবং দিল্লিরোড সংযোগকারী বৈদ্যবাটি চৌমাথা এলাকাতেও।
Published By: Kousik SinhaPosted: 12:00 PM Nov 11, 2025Updated: 12:00 PM Nov 11, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
