Advertisement
সিএবি নির্বাচনের আগে হাই কোর্ট ক্লাবের সংবর্ধনা সৌরভকে, আপ্লুত 'দাদা', রইল ছবি
এর আগে সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সমর্থন জানানোর কথা ঘোষণা করেছে ইস্টবেঙ্গলও।
সব কিছু ঠিক থাকলে ফের সিএবির মসনদে বসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ময়দানের প্রতিটি ক্লাব মহারাজকে সমর্থন জানাচ্ছেন। দ্বিতীয় দফায় সিএবি সভাপতি হওয়ার আগে হাই কোর্ট ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হল প্রাক্তন ভারত অধিনায়ককে। ছবি শুভাশিস রায়
শুক্রবার বৃষ্টি ভেজা সন্ধ্যায় মহারাজের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। ছিলেন হাই কোর্ট আইনজীবী সমন্বয় কমিটির চেয়ারম্যান মিলন মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান অমিত পান ও অমিত গুপ্ত। ছবি শুভাশিস রায়
হাজির ছিলেন ক্যালকাটা হাই কোর্ট ক্লাব প্রতিনিধি সিএবি, আহ্বায়ক হাই কোর্ট আইনজীবী সমন্বয় কমিটি তরুণ চট্টোপাধ্যায়, শান্তনু সিনহা বিশ্বাস (স্পেশাল সিকিউরিটি সিএম), আইনজীবী দীপাঞ্জন দত্ত সহ সব সদস্যরা। ছবি শুভাশিস রায়
হাই কোর্ট ক্লাবের থেকে সংবর্ধিত হয়ে আপ্লুত 'দাদা'। সৌরভ জানান, "আমি অত্যন্ত সম্মানিত ও কৃতজ্ঞ হাই কোর্ট ক্লাবের কাছে। সমাজে আইনজীবীদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বছরের পর বছর আপনারা সেই ভূমিকা পালন করে আসছেন।" ছবি শুভাশিস রায়
হুডখোলা গাড়িতে সংবধর্না সভায় নিয়ে আসা হয় সৌরভকে। যাতে কিছুটা নস্ট্যালজিক হয়ে পড়েন তিনি। পরে মঞ্চে কেকও কাটেন 'দাদা'। তিনি বলেন, "আপনার সমাজের শৃঙ্খলা বজায় রাখেন। বছরের পর বছর ধরে সেই কাজ আপনারা করে যান। তাই আপনাদেরও শুভেচ্ছা প্রাপ্য।" ছবি শুভাশিস রায়
এখনও যা খবর, ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিএবি-র বার্ষিক সাধারণ সভা। এরমধ্যেই সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সমর্থন জানানোর কথা ঘোষণা করেছেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার।
Published By: Arpan DasPosted: 10:11 PM Aug 29, 2025Updated: 12:21 AM Aug 30, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
