Advertisement
বাকি ১০ টেস্ট, সামনে কঠিন অঙ্ক, আদৌ WTC ফাইনালে উঠতে পারবে ভারত?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে টিম ইন্ডিয়া।
ইডেনে মাত্র আড়াই দিনে টেস্ট জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ৯৩ রানেই গুটিয়ে গিয়েছে ভারত।
এই হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে নেমেছে টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। এর মধ্যে ৪ টেস্টে জয় পেলেও তিনটিতে হেরে গিয়েছেন শুভমান গিলরা।
ভারতের পয়েন্টের শতাংশের হার ৫৫.৫৬ থেকে নেমে ৫৪.১৭-তে পৌঁছেছে। গত তিনবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরিসংখ্যান বলছে, সর্বনিম্ন ৫৮.৫ শতাংশ পয়েন্ট পেয়ে ফাইনালে উঠেছে কোনও দল।
২০২১-২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠেছিল ভারত, ৫৮.৫ শতাংশ পয়েন্ট নিয়ে। কিন্তু বর্তমানে তার থেকেও ভারতের পয়েন্ট শতাংশ অনেক কম। ফলে প্রশ্ন উঠছে, এবারও কি WTC ফাইনালে উঠতে পারবে না ভারত?
চলতি WTC সাইকেলে এখনও পর্যন্ত ৮টি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া। আরও ১০টি টেস্ট খেলবেন ঋষভ পন্থরা। তার মধ্যে ৬টি টেস্ট ঘরের মাঠে, দু'টি বিদেশের মাটিতে।
চলতি সিরিজের একটি টেস্ট বাকি রয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আগামী বছর শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড সফরে যাবে ভারত। দুই দেশেই ২ টেস্টের সিরিজ খেলবেন কে এল রাহুলরা।
২০২৭ সালে ভারতের মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি। ৫ টেস্টের সিরিজ খেলতে আসবে অজিরা। সেই সিরিজের পরেই চূড়ান্ত হবে, WTC চলতি সাইকেলের শেষে কত শতাংশ পয়েন্ট থাকছে ভারতের ঝুলিতে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরিসংখ্যান অনুযায়ী, পরের ১০টি টেস্ট থেকে ভারতকে অন্তত ৬০ শতাংশ পয়েন্ট পেতেই হবে ফাইনাল নিশ্চিত করার জন্য। তার জন্য পরের ১০ টেস্টে বেশ কঠিন অঙ্ক রয়েছে ভারতের সামনে।
Published By: Anwesha AdhikaryPosted: 04:32 PM Nov 18, 2025Updated: 04:32 PM Nov 18, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
