Advertisement
আপনার ফর্ম আদৌ কমিশনের ওয়েবসাইটে আপলোড করেছেন BLO? জেনে নিন বাড়ি বসেই
এখনই দেখে নিন আপনার ফর্ম আপলোড হয়েছে কি না।
১.রাজ্যজুড়ে চলছে এসআইআর। ইতিমধ্যেই বহু মানুষ ফর্মপূরণ করে জমাও দিয়েছেন। কিন্তু আপনার জমা দেওয়া ফর্ম আদৌ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করেছেন বিএলও? তা নিয়ে আর চিন্তা করতে হবে না। বাড়িতে বসে নিজেই দেখে নিন আপনার এসআইআর ফর্ম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে জমা পড়েছে কি না। প্রথমে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যান। গুগলে গিয়ে সার্চ করুন- https://voters.eci.gov.in/
এবার উপরে ডানদিকে সবুজ রঙের বক্সে দেখবেন লেখা রয়েছে, 'Fill Enumaration From'। লেখাটির উপর ক্লিক করুন। সেখানে ক্লিক করলে আসবে লগ ইন পেজ। সেখানে EPIC অথবা মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। মনে রাখবেন, এক্ষেত্রে ভোটারের সঙ্গে মোবাইল নম্বর লিংক থাকা বাধ্যতামূলক।
এবার স্ক্রিনে ভেসে উঠবে আপনার ভোটারের যাবতীয় তথ্য। সেই সঙ্গে থাকবে বিএলওর নাম। নিচে যদি দেখেন আপনার মোবাইল নম্বর ভেসে উঠেছে। পাবেন ওটিপি অপশন।
নির্দিষ্ট জায়গায় তা দিয়ে ভেরিফিকেশন করলেই দেখতে পারবেন আপনার ফর্মটি আদৌ কমিশনের সাইটে আপলোড করা হয়েছে কি না।
যদি আপলোড করা না হয়ে থাকে, বা নম্বর, নামের বানান বা কোনও ভুল থেকে থাকে তৎক্ষণাত যোগাযোগ করুন বিএলওর সঙ্গে।
গবেষণাপত্রটির অন্যতম লেখক অধ্যাপক স্টুয়ার্ট ওয়েস্ট জানিয়েছেন, এই ধরনের আচরণগত ইতিহাস আধুনিক মানুষের সামাজিক ব্যবহারকে ব্যাখ্যা করার ক্ষেত্রেও সাহায্য করে। তিনি জানিয়েছেন, বিবর্তনের পথে অন্য বহু আচরণ অবলুপ্ত হলেও চুম্বন থেকে গিয়েছে।
গুয়াহাটিতে মধ্যাহ্নভোজের আগে হবে চা-পানের বিরতি। নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে শুরু হবে ম্যাচ। অর্থাৎ সকাল ৯টায় শুরু হবে খেলা। প্রথম সেশন হবে সকাল ১১টা পর্যন্ত। এরপরেই হবে ২০ মিনিটের চা-পানের বিরতি। পরবর্তী সেশন চলবে দুপুর ১.২০ পর্যন্ত। দুপুর ২টো পর্যন্ত মধ্যাহ্নভোজের বিরতির পর অন্তিম সেশন চলবে আরও দু'ঘণ্টা। খেলা শেষ হবে বিকেল চারটেয়। ছবি: দেবাশিস সেন।
Published By: Tiyasha SarkarPosted: 05:02 PM Nov 20, 2025Updated: 08:02 PM Nov 20, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
