Advertisement
'বিকিনি পরতে আমি বাধ্য', ট্রোলের মুখে এ কী বললেন বাংলাদেশি মডেল মিথিলা?
আর কী বললেন মিথিলা?
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ৭৪তম 'মিস ইউনিভার্স'এ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ওই দেশের মডেল তানজিয়া জামান মিথিলা।
সেরার শিরোপা জিতে নিয়েছেন সেই প্রতিযোগিতাতে। আর তারপরই দেশের জাতীয় পতাকা সঙ্গে নিয়ে থাইল্যান্ডের উদ্দেশ্যে উড়ে গিয়েছিলেন মিথিলা সেপ্টেম্বরে, যা ছিল এই প্রতিযোগীতার একটি অংশ।
এই সব পর্বই শেষ হয়েছে অক্টোবরেই। কিন্তু এরমধ্যেই হঠাৎ তাঁকে নিয়ে শুরু হয়েছে নেটপাড়া জুরে ট্রোলিং। বিকিনি রাউন্ডে স্বল্পবসনা মিথিলাকে দেখার পর থেকে রীতিমতো ট্রোল করছে নেটপাড়া।
এই ঘটনায় সপাটে উত্তর দিয়েছেন মিথিলা, তিনি বলেছেন, "অন্য দেশের মানুষ আমাকে নিয়ে রীতিমতো বিদ্রূপ করছেন তাঁদের আমি পাত্তাই দিই না।"
মিথিলা আরও বলেন, "অন্য দেশের প্রতিযোগীদের মতোই আমিও আমার সর্বশক্তি দিয়ে ও শৃঙ্খলা মেনে নিজেকে তৈরি করেছি এই প্রতিযোগিতার জন্য।"
মিথিলার আরও বক্তব্য, "আমার নিজের দেশের মানুষ আমাকে অনেক প্রশংসা করেছেন। নিজের দেশের মানুষ এই পরিশ্রমের স্বীকৃতি না দিলে খারাপ লাগত।"
Published By: Arani BhattacharyaPosted: 07:09 PM Nov 19, 2025Updated: 07:09 PM Nov 19, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
