Advertisement
বিশ্বকাপের সেরা একাদশে তিন ভারতীয়, বাদ রিচা! জায়গা পেলেন আর কারা?
পাকিস্তানের সিদরা নওয়াজকে রাখা হয়েছে বিশ্বকাপের সেরা একাদশে।
বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক স্মৃতি মন্ধানা। ৪৩৪ রান করে ভারতীয় দলের সর্বোচ্চ স্কোরার। তাঁকে বাদ দিয়ে বিশ্বকাপের সেরা একাদশ ভাবাই যায় না। মরণবাঁচন ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হাঁকিয়েছিলেন দুরন্ত সেঞ্চুরি।
মেগা টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক লরা উলভার্ট। সেমিফাইনাল, ফাইনালে সেঞ্চুরি করে দলকে একাই টেনে নিয়ে গিয়েছেন প্রোটিয়া অধিনায়ক। বিশ্বকাপের সেরা একাদশের অধিনায়কও নির্বাচিত হয়েছেন লরা।
সেমিফাইনালে মহাকাব্যিক ইনিংস খেলেছেন জেমাইমা রডরিগেজ। ১২৭ নটআউটে ভর করেই শক্তিশালী অজিদের হারিয়েছে ভারত। ফাইনালেও দুরন্ত ফিল্ডিং করেছেন এই মুম্বইকর।
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সাফল্যের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা অলরাউন্ডার মারিজান কেপের। ২০৮ রানের পাশাপাশি তুলে নিয়েছেন ১২ উইকেট। সেমিফাইনালে পাঁচ উইকেট তুলে নিয়ে গুঁড়িয়ে দেন ইংল্যান্ডকে।
বিশ্বকাপের গ্রুপ পর্বে একটাও ম্যাচ হারেনি অস্ট্রেলিয়া। নেপথ্যে অ্যাশ গার্ডনারে অলরাউন্ড পারফরম্যান্স। দু'টি সেঞ্চুরি-সহ ৩২৮ রান এবং সাত উইকেট তুলে নিয়েছেন অ্যাশ। মহিলা বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরিও করেছেন তিনি।
টুর্নামেন্টের সেরা ক্রিকেটার দীপ্তি শর্মা স্বাভাবিকভাবেই স্থান পেয়েছেন বিশ্বকাপের সেরা একাদশে। সেঞ্চুরি-সহ ২১৫ রান, ২২ উইকেট তাঁর ঝুলিতে। ফাইনালেও ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্স-হাফসেঞ্চুরির সঙ্গে পাঁচ উইকেট।
বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী অ্যানাবেল সাদারল্যান্ড। ১৭ উইকেট তুলে নিয়ে নিজের দলকে অপরাজেয় করে তুলেছেন অজি পেসার। গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে তুলে নিয়েছিলেন ৫ উইকেট।
একা হাতে গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে নিজের দলকে জিতিয়ে দিয়েছিলেন নাদিন ডি'ক্লার্ক। প্রোটিয়া অলরাউন্ডার ২০৮ রান করেছেন, তুলেছেন ৯ উইকেট। তবে ফাইনালে সেভাবে জ্বলে উঠতে পারেননি।
একমাত্র পাকিস্তানি হিসাবে বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন সিদরা নওয়াজ। বিশ্বকাপে চারটি ক্যাচ নিয়েছেন, চারটি স্টাম্পিং করেছেন। তবে পাকিস্তানের দলগত পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক এবারের বিশ্বকাপে।
Published By: Anwesha AdhikaryPosted: 11:10 AM Nov 04, 2025Updated: 11:12 AM Nov 04, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
