Advertisement
ওয়ানডে সিরিজের হার ভুলে টি-টোয়েন্টিতে কামব্যাকের লড়াই, সূর্যর ফর্ম নিয়ে চিন্তিত নন গম্ভীর
২৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ ব্যবধানে হেরেছে ভারত। রোহিত-কোহলির চওড়া ব্যাটে চুনকাম এড়ানো গিয়েছে। এবার লড়াই টি-টোয়েন্টিতে। তবে তাঁর আগে ভারতের কোচ গৌতম গম্ভীরের জন্য সবচেয়ে বড় চিন্তা হতে পারে অধিনায়ক সূর্যকুমার যাদবের ফর্ম। ছবি: বিসিসিআই
২৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। পাঁচ ম্যাচের প্রথমটি মানুকা ওভালে। আর শেষ ম্যাচ ব্রিসবেনে। এশিয়া কাপ জয়ের পর চনমনে মেজাজে ভারতের টি-টোয়েন্টি দল। আর গম্ভীরের কাছেও চ্যালেঞ্জ থাকবে অস্ট্রেলিয়াকে যোগ্য জবাব দেওয়ার। ছবি: বিসিসিআই
চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে সূর্যকুমার যাদবের জন্যও। এশিয়া কাপে ৬ ইনিংসে মাত্র ৭২ রান করেছেন। গড় ১৮, স্ট্রাইক রেট ১০১। ভারত চ্যাম্পিয়ন হওয়ায় ও তারপর ট্রফি নেওয়া নিয়ে বিতর্কে তুলনায় সূর্যর পারফরম্যান্স নিয়ে আলোচনা চাপা পড়ে গিয়েছে। ছবি: বিসিসিআই
কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে ব্যর্থ হলে প্রবল চাপে পড়বেন সূর্য। এশিয়া কাপের আগে শুভমান গিলকে আচমকাই টি-টোয়েন্টির সহ-অধিনায়ক করা হয়েছে। মনে করা হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কও করা হতে পারে গিলকে। এই পরিস্থিতিতে সূর্য ব্যর্থ হওয়া মানে নিজের উপর চাপ বাড়ানো। ছবি: বিসিসিআই
সেই নিয়ে মুখ খুললেন গম্ভীর। তিনি বলেন, "সত্যি কথা বলতে, সূর্যর ব্যাটিং ফর্ম নিয়ে আমি বিন্দুমাত্র চিন্তিত নই। আমরা অতি আগ্রাসী একটা ধরন অনুসরণ করছি। এই পদ্ধতি নিয়ে চলতে গেলে ব্যর্থতা আসতেই পারে।" ছবি: বিসিসিআই
তিনি আরও বলেন, "সূর্য চাইলে ৩০ বলে ৪০ রান করে সমালোচনার হাত থেকে রেহাই পেতে পারে। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, ব্যর্থ হলেও অসুবিধা নেই। কিন্তু নিজেদের ধরন বদলাব না।" ছবি: বিসিসিআই
তবে সূর্যর জন্য চিন্তার বিষয়, ভারতীয় দলে প্রচুর বিকল্প আছে। অভিষেক শর্মা এ তিলক বর্মা আছেন। গম্ভীরের বক্তব্য, "এশিয়া কাপে অভিষেক ভালো খেলেছে। সূর্য যখন ছন্দ ফিরে পাবে, তখন দায়িত্ব নেবে। টি-টোয়েন্টিতে আমরা ব্যক্তিগত সাফল্যের জন্য খেলি না।" ছবি: বিসিসিআই
Published By: Arpan DasPosted: 08:27 PM Oct 27, 2025Updated: 08:27 PM Oct 27, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
