Advertisement
১৩ বছর পর ইডেনে টেস্ট হারল ভারত, কোন কোন ব্যর্থতায় ডুবল গম্ভীর ব্রিগেড?
গিল না থাকায় পন্থের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠবে।
নিজেদের ‘অর্ডারি’ পিচেই ফাঁসল ভারত। গৌতম গম্ভীরদের টার্নের দাবিতে যে পিচ বানানোর ‘নির্দেশ’ ছিল, তাতেই বিপদে পড়ল টিম ইন্ডিয়া। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ৯৩ রানেই গুটিয়ে গেলেন ঋষভ পন্থরা। সিমন হার্মারের ঘূর্ণির কাছে ৩০ রানে পরাস্ত হল ভারত।
পিচে টার্ন চাই, টার্ন চাই। এই টার্নের নেশাতেই যেমন-তেমন অবস্থা হয়ে গেল ইডেনের পিচের। টেস্ট শুরুর তিনদিন আগে থেকেই পিচের উপর গোলটেবিল বৈঠক হয়েছে। ভারতের কোচ গৌতম গম্ভীর যার মধ্যমণি। ইডেনের পিচ নিয়ে নাকি তিনি কোনও ভাবেই সন্তুষ্ট নন।
ভারতীয় দলের নয়া ত্রাস হয়ে দাঁড়াচ্ছে স্পিন। শুধু ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারা বা ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণ নয়, ভারতের স্পিন দুর্বলতা সম্প্রতি প্রকট হয়েছে একাধিক সিরিজে।
পাটা উইকেটে খেলে অভ্যস্ত গিল, পন্থরা তাই বল একটু নড়লেই খেই হারিয়ে ফেলছেন। সেটা স্পিন হোক, বা সুইং। বল নড়লেই আর পা নড়ছে না। ফলে যা হওয়ার, সেটাই হচ্ছে। সিমন হার্মারকে বিশ্বমানের থেকেও সেরা বলে মনে হল। ৮ উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন।
গম্ভীরের ‘আবদার’ মতোই পিচে দু’দিন জল দেওয়া হয়নি বলে খবর। ফলে যা হওয়ার, তাই হয়েছে। প্রথম দিন থেকেই পিচে ফাটল। বল বনবন করে ঘুরতে শুরু করেছে। ১৩ বছর ইডেনে টেস্ট হারল ভারত। শেষবার ২০১২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরেছিল।
দ্বিতীয় দিনে ঘাড়ে চোট পেয়েছিলেন শুভমান গিল। রাতেই মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছিল যে, গিলের পক্ষে ইডেনে দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করা সম্ভব নয়। এমনকী, আগামী ২২ নভেম্বর থেকে গুয়াহাটিতে শুরু হতে চলা সিরিজের দ্বিতীয় টেস্টেও তিনি অনিশ্চিত।
গতকালের চেয়ে গিলের ঘাড়ের সমস্যার উন্নতি অনেকটাই হয়েছে। এখনও কিছুটা স্টিফনেস রয়েছে। সঙ্গে হালকা যন্ত্রণা। দীর্ঘ সময় ‘নেক কলার’ পরে অপেক্ষা করলেও, অবস্থার বিশেষ উন্নতি না হওয়ায় গিলকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দ্বিতীয় ইনিংসে ভারত ৩০ রানে হেরেছে। গিল থাকলে ছবিটা অন্যরকম হতে পারত।
তার সঙ্গে পার্থক্য গড়ে দিল নেতৃত্বও। ঋষভ পন্থের একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে পারে। প্রশ্ন উঠবে, দ্বিতীয় ইনিংসে ওয়াশিংটন সুন্দর কেন বল করতেই এলেন না।
Published By: Arpan DasPosted: 04:56 PM Nov 16, 2025Updated: 04:56 PM Nov 16, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
