Advertisement
গুয়াহাটিতে প্রথমবার টেস্ট, কেমন হবে পিচ? সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে শুরু মহড়া
গুয়াহাটিতে মধ্যাহ্নভোজের আগে হবে চা-পানের বিরতি।
ইডেনে নাস্তানাবুদ হয়েছে ভারতীয় ব্যাটিং। দক্ষিণ আফ্রিকার দেওয়া ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ৯৩ রানেই গুটিয়ে গিয়েছে ভারত। এই পরিস্থিতিতে সমালোচনায় বিদ্ধ টিম ইন্ডিয়া। সিরিজে পিছিয়ে থাকা অবস্থায় ২২ নভেম্বর থেকে গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে নামবে টিম ইন্ডিয়া। ভারতকে চিন্তায় রাখছে, অধিনায়ক শুভমান গিলের চোট। ছবি: দেবাশিস সেন।
ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক গুয়াহাটিতে গিলের মাঠে নামা নিয়ে এখনও আশাবাদী। ব্যাটিং কোচের কথায়, “গিল আদৌ পুরোপুরি সুস্থ হয়েছে কি না, সেই সিদ্ধান্ত নেবেন ফিজিও এবং চিকিৎসকরা। ও পুরো ফিট হয়ে গেলেও ঘাড়ে ব্যথা আবারও ফিরে আসার সম্ভাবনা রয়েছে। সেটা খেয়াল রাখতে হবে। কারণ আবারও ঘাড়ে লাগলে পরের ম্যাচগুলোতে গিল খেলতে পারবে না। কোনও দলই চাইবে না গিলের মতো ক্রিকেটার বাইরে বসে থাক।” ছবি: সংগৃহীত।
বৃহস্পতিবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে অনুশীলন করে ভারতীয় দল। প্রশ্ন হল, কেমন হবে দ্বিতীয় টেস্টের পিচ? যা খবর, সেখানে লাল রঙের পিচ বানানো হয়েছে। পিচে প্রচুর ঘাসও রয়েছে। সেই ঘাস কি কেটে ফেলা হবে? জানা গিয়েছে গুয়াহাটির ২২ গজ থেকে ছাঁটা হতে পারে ঘাস। তারপরেই বোঝা যাবে পিচ কেমন হতে চলেছে। ছবি: দেবাশিস সেন।
গুয়াহাটির এই স্টেডিয়ামে প্রথম বার টেস্ট ম্যাচ আয়োজিত হতে চলেছে। তাই এখানকার উইকেট কেমন, তা আগে থেকে অনুমান করা মুশকিল। তবে ভারতীয় উইকেটের চরিত্র অনুযায়ী, স্পিনাররা অবশ্যই সাহায্য পাবেন। ভারতীয় দলে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবদের মতো বাঘাবাঘা স্পিনাররা রয়েছে। দক্ষিণ আফ্রিকাও কিন্তু কোনও অংশে পিছিয়ে নেই। কেশব মহারাজ, সাইমন হারমারের মতো স্পিনার রয়েছেন। তাঁরাই ইডেনে 'কামাল' করেছেন। তাই স্পিন সহায়ক উইকেট হলে লড়াই হবে সেয়ানে সেয়ানে। তবে টসও একটা ফ্যাক্টর হতে পারে। ছবি: দেবাশিস সেন।
দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের জন্য বড় সমস্যা হল শুভমান গিল না খেললে তাঁর জায়গায় চার নম্বরে ব্যাটিং করবেন কে? গিলের জায়গায় হয়তো ফের একবার সুযোগ পাবেন সাই সুদর্শন। তিনি খেললে প্রথম একাদশে ৭ জনই বাঁহাতি ব্যাটার থাকবে। যা টিম ইন্ডিয়ার জন্য সমস্যার কারণ হয়ে উঠতে পারে। ছবি: দেবাশিস সেন।
গুয়াহাটিতে গিলের না খেলার সম্ভাবনাই বেশি। তিনি না খেললে তাঁর জায়গায় ভারতকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। তবে ইডেনে রান পাননি ভারতীয় উইকেটরক্ষক। প্রথম টেস্টের ভুলচুক থেকে শিক্ষা নিয়ে দায়িত্ব নিয়ে জেতাতে চাইবেন তিনি। তবে ইডেন টেস্টে তাঁর অধিনায়কত্ব নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। ছবি: দেবাশিস সেন।
হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে নেমে চতুর্থ স্থানে নেমে গিয়েছে টিম ইন্ডিয়া। পয়েন্টের শতাংশের হার ৫৫.৫৬ থেকে নেমে ৫৪.১৭-তে পৌঁছেছে। এই পরিস্থিতিতে গুয়াহাটিতে জিতে কামব্যাক করতে মরিয়া থাকবে টিম ইন্ডিয়া। অন্যদিকে, পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। গত বারের টেস্ট বিশ্বচ্যাম্পিয়নদের শতাংশের হার ৬৬.৬৭ শতাংশ। ছবি: দেবাশিস সেন।
ঘরের মাটিতে স্পিন চক্রব্যূহে বন্দি হয়েছে টিম ইন্ডিয়াই। দক্ষিণ আফ্রিকার স্পিনারদের টার্নারের সামনে অসহায় হয়ে পড়েছিলেন ভারতের ‘রথী-মহারথীরা’। টার্ন চেয়ে চেয়ে যে পিচটা তৈরি হয়েছিল, তা ভারতের জন্যই বুমেরাং হয়ে ফিরে এসেছিল। ইডেনে স্মরণীয় জয় পেয়ে উচ্ছ্বসিত ছিলেন দক্ষিণ আফ্রিকার কোচ। প্রোটিয়া স্পিনারদের দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন শুকরি কনরাড। তিনি বলেছিলেন, "ভারতে আমরা মানসম্পন্ন স্পিনারদের একটি দল নিয়ে আসতে পেরেছি। এরজন্য রোমাঞ্চিত। একটা সময় দলে এই জিনিসটার অভাব ছিল। এখন আমাদের মানসিকতার পরিবর্তন এসেছে। স্পিনারদের প্রতি বিশ্বাস রাখার ফল আমরা পাচ্ছি। দক্ষিণ আফ্রিকা এখন কেবল পেস বোলিংয়ের দেশ নয়।" ছবি: দেবাশিস সেন।
গুয়াহাটিতে মধ্যাহ্নভোজের আগে হবে চা-পানের বিরতি। নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে শুরু হবে ম্যাচ। অর্থাৎ সকাল ৯টায় শুরু হবে খেলা। প্রথম সেশন হবে সকাল ১১টা পর্যন্ত। এরপরেই হবে ২০ মিনিটের চা-পানের বিরতি। পরবর্তী সেশন চলবে দুপুর ১.২০ পর্যন্ত। দুপুর ২টো পর্যন্ত মধ্যাহ্নভোজের বিরতির পর অন্তিম সেশন চলবে আরও দু'ঘণ্টা। খেলা শেষ হবে বিকেল চারটেয়। ছবি: দেবাশিস সেন।
Published By: Prasenjit DuttaPosted: 07:44 PM Nov 20, 2025Updated: 08:05 PM Nov 20, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
