Advertisement
প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্টের আগে কালীঘাট মন্দিরে গম্ভীর, রইল ভারতের কোচের দেবীদর্শনের অ্যালবাম
গম্ভীরের কালীঘাট যাওয়া নিয়ে সংশয় থাকলেও তিনি অভ্যাস বদলাননি।
কলকাতায় এলেই কালীঘাটের মন্দিরে যান গৌতম গম্ভীর। এবারও তার ব্যতিক্রম হল না। ১৪ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে প্রথম টেস্ট। ইডেনে সেই ম্যাচের আগে মঙ্গলবার কালীঘাট মন্দিরে দেবীদর্শনে উপস্থিত ভারতের প্রধান কোচ।
তবে মঙ্গলবার গম্ভীর কালীঘাটে যাবেন কি না, সেই নিয়ে প্রশ্নচিহ্ন ছিল। সোমবার সন্ধ্যায় লালকেল্লায় বিস্ফোরণের পর জানা গিয়েছিল গম্ভীরের কালীঘাট মন্দিরে যাওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে।
যদিও গম্ভীরের 'অভ্যাসের' বদল ঘটল না। মঙ্গল-সকালে ইডেনে ঐচ্ছিক অনুশীলন ছিল। তারপর বিকেলে কালীঘাট মন্দিরে যান গম্ভীর। ২০-২৫ মিনিট মতো সেখানে থেকে পুজো দেন। বেশ ভক্তিভরে মা কালীর কাছে প্রার্থনা করেন গম্ভীর। তারপর বেরিয়ে যান।
কলকাতা নাইট রাইডার্সের মেন্টর থাকাকালীন একাধিকবার কালীঘাটে দেবীদর্শনে গিয়েছিলেন। তারপরও সেই অভ্যাস বদলাননি। চলতি বছরের জানুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচের আগের আগেও তিনি কালীঘাটে গিয়েছিলেন।
সেই সময় বিখ্যাত বিপণী থেকে লাল-পাড় সাদা শাড়ি নিয়ে কালীঘাটে গিয়েছিলেন গম্ভীর। মায়ের মূর্তি নিয়ে ফেরেন তিনি। টিম ইন্ডিয়ার প্রত্যেক সদস্যের জন্য মা কালীর একটি করে ছবি উপহার হিসাবে নিয়ে গিয়েছিলেন ভারতীয় কোচ।
গম্ভীরের মা কালীর দ্বারস্থ হওয়াটা আরও একটা কারণে গুরুত্বপূর্ণ। ইডেনে কঠিন পরীক্ষা ভারতের কোচের। তাঁর আমলে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ছাড়া কোনও দেশের বিরুদ্ধেই টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। সেখানে সামনে টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা।
ইংল্যান্ডের সঙ্গে তাদের মাটিতে ড্র করে এলেও প্রোটিয়াদের বিরুদ্ধে সম্পূর্ণ নতুন পরীক্ষা ভারতের। ইডেনে ইতিমধ্যেই তিনি টার্নার চেয়েছেন বলে খবর। মঙ্গল-সকালে সবাই অনুশীলনে আসেননি। গম্ভীর ও ব্যাটিং কোচ সীতাংশু কোটাক, দু’জনে বেশ খানিকক্ষণ পিচ পরিদর্শন করেন।
Published By: Arpan DasPosted: 06:08 PM Nov 11, 2025Updated: 06:08 PM Nov 11, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
