Advertisement
সময় নষ্ট নয়! টেস্ট খেলতে ব্রিসবেন থেকে সোজা কলকাতায় গিলরা, কবে শুরু প্রস্তুতি?
ছ’বছর পর টেস্ট ক্রিকেট ফিরছে ইডেনে।
রবিবার রাতেই কলকাতায় চলে এলেন গৌতম গম্ভীর, শুভমন গিলরা। সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে। শনিবার জানা গিয়েছিল, ব্রিসবেন থেকে ভারতীয় দল সোজা কলকাতা চলে আসবে। সেইমতোই কলকাতা চলে এল ভারতীয় দলের বেশ কিছু সদস্য।
১৪ নভেম্বর, শুক্রবার থেকে ইডেন গার্ডেন্সে শুরু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম দুইয়ে থাকতে গেলে এই সিরিজে জিততেই হবে। সেই লক্ষ্যেই প্রথম টেস্ট শুরুর পাঁচ দিন আগেই শহরে পা রাখলেন গিলরা।
গম্ভীর, গিল ছাড়াও শহরে এসেছেন জশপ্রীত বুমরাহ, ওয়াশিংটন সুন্দর, নীতীশ রেড্ডিরা। যথেষ্ট হাসিখুশি ছিলেন তাঁরা। বিমানবন্দর থেকে সরাসরি হোটেল চলে যান তাঁরা।
বিমানবন্দরে বোলিং কোচ মর্নি মর্কেল, সহকারী কোচ রায়ান টেন দুশখাতেকেও দেখা যায়। অস্ট্রেলিয়া থেকে সদ্য ভারতীয় দল টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। কিন্তু প্রথম টেস্ট শুরু হতে বেশি দিন বাকি নেই। তাই সময় নষ্ট করতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
টিম ইন্ডিয়ার বাকি ক্রিকেটাররা ধাপে ধাপে কলকাতায় চলে আসবেন। সব মিলিয়ে মঙ্গলবার থেকে ইডেনে অনুশীলনে নেমে পড়বে ভারতীয় দল। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াই যে সহজ হবে না, তা আন্দাজ করা গিয়েছে ভারত 'এ' বনাম দক্ষিণ আফ্রিকা 'এ' দলের মধ্যে বেসরকারি টেস্টে। রবিবার ৪১৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতে নিয়েছে প্রোটিয়া দল।
Published By: Prasenjit DuttaPosted: 09:58 AM Nov 10, 2025Updated: 10:00 AM Nov 10, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
