Advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভোগের কভারে মডেল ভারতীয় দল
দোসরা নভেম্বরের মায়ারাতের পর থেকে ভারতে নতুন জোয়ার এসেছে মহিলা ক্রিকেটে।
দোসরা নভেম্বরের মায়ারাতের পর থেকে ভারতে নতুন জোয়ার এসেছে মহিলা ক্রিকেট নিয়ে। হরমনপ্রীত কৌর-স্মৃতি মন্ধানা-রিচা ঘোষরা ভারতকে বিশ্বজয়ের গৌরব এনে দিয়েছেন।
২২ গজের পর এবার গ্ল্যামার দুনিয়ায় ঝড় তুললেন ভারতের মহিলা ব্রিগেড। বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ভোগের জন্য ফটোশুট করলেন বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেটাররা।
সাধারণত গ্ল্যামারাস অবতারে দেখা যায় না হরমনপ্রীত কৌরদের। মাঠে নেমে জাতীয় দলের বা অন্যান্য জার্সিতেই তাঁরা অতিপরিচিত। ফ্যাশন দুনিয়ায় সেভাবে দেখা যায় না মহিলা ক্রিকেটারদের।
তবে এবার অতিপরিচিত ক্রিকেটারদের অন্য রূপে তুলে ধরল ভোগ ম্যাগাজিন। হাল ফ্যাশনের নানা রকমের আউটফিট পরে ক্যামেরার সামনে ধরা দিলেন হরমনপ্রীর কৌররা।
বিশ্বকাপ ফাইনালের সেরা ক্রিকেটার শেফালি ভার্মাও একাধিক লুকে ফটোশুট করেছেন তিনি ভোগ ম্যাগাজিনের জন্য। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার দীপ্তি শর্মাকেও একেবারে অন্য রূপে দেখা গিয়েছে।
চোট পেয়ে বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালে খেলতে পারেননি ভারতীয় ওপেনার প্রতীকা রাওয়াল। কিন্তু বিশ্বজয়ের সেলিব্রেশনের পুরোভাগে ছিলেন তিনি। বিশেষ জুতো পরেই ফটোশুট সেরেছেন প্রতীকা।
ভারত অধিনায়ক হরমনপ্রীতকে অবশ্য বেশ কয়েকবার র্যাম্পে হাঁটতে বা মডেলিং করতে দেখা গিয়েছিল। এবার ভোগ ম্যাগাজিনে শোভা পাবে তাঁর ছবি।
সদ্যসমাপ্ত মহিলা বিশ্বকাপে ভারতের যাত্রাটা কোনও সিনেমার থেকে কম রোমাঞ্চকর নয়। গ্রুপ পর্বে একটা সময়ে টানা তিনটে ম্যাচে হেরেছিলেন হরমনপ্রীত কউররা। সেসময়ে মনে হয়েছিল ভারত হয়তো সেমিফাইনালেও উঠতে পারবে না।
Published By: Anwesha AdhikaryPosted: 05:59 PM Nov 19, 2025Updated: 05:59 PM Nov 19, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
