Advertisement
পরপর দু'ম্যাচে হেরে ঈশ্বর সমীপে, উজ্জয়নের মহাকাল মন্দিরে ভারতের মহিলা ক্রিকেটাররা
ভারতীয় দলের সংকটমোচন হবেন মহাকাল?
পরপর দু'ম্যাচে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্নে বড়সড় ধাক্কা খেয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। দুর্দশা কাটাতে এবার ঈশ্বর সমীপে হরমনপ্রীত কৌররা।
ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে এই মুহূর্তে ইন্দোরে স্মৃতি মন্ধানারা। মধ্যপ্রদেশে নেমেই অবশ্য টিম ইন্ডিয়ার প্রথম গন্তব্য ছিল উজ্জ্বয়নের মহাকাল মন্দির। বুধবার সকালে সেখানে পুজো দিতে যান ভারতীয় দিলের তারকারা।
হরমনপ্রীত কৌর, হার্লিন দেওলদের দেখা যায় আর পাঁচটা সাধারণ মানুষের মতো আমজনতার ভিড়ে মিশে পুজো দিতে। মন্দির চত্বরে কীর্তনেও অংশ নেন তাঁরা। বিশ্বকাপ অভিযানে দুর্দশা কাটিয়ে ওঠার জন্যই সম্ভবত পুজো দিয়েছে ভারতীয় দল।
বিশ্বকাপের শুরুতে টানা দু’ম্যাচ জিতে নকআউটে যাওয়ার স্বপ্ন দেখছিল ভারত। শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছিল ওমেন ইন ব্লু। প্রথমে ব্যাট করে বড় রান তুলে সাফল্য পেয়েছিলেন রিচা ঘোষরা।
কিন্তু তারপর দুই ম্যাচে হেরে হরমনপ্রীত কউরদের সেই স্বপ্নে বড়সড় ধাক্কা লেগেছে। রবিবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রান তুলেও হেরে মাঠ ছেড়েছে ওমেন ইন ব্লু।
আপাতত ভারতের নকআউটে যাওয়া নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।পয়েন্ট টেবিলে আপাতত চার নম্বরে রয়েছেন স্মৃতি মান্ধানারা। চার ম্যাচে চার পয়েন্ট পেয়েছে ভারত। নেট রান রেটও পজিটিভেই রয়েছে।
Published By: Subhajit MandalPosted: 09:22 AM Oct 16, 2025Updated: 09:22 AM Oct 16, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
