Advertisement
যুদ্ধবিমানের গর্জনে কাঁপল ব্রহ্মপুত্র, ৯৩তম প্রতিষ্ঠা দিবস চোখধাঁধানো প্রদর্শনী বায়ুসেনার
এবছর প্রতিষ্ঠা দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল, 'অব্যর্থ, অভেদ্য ও নির্ভুল।'
৯৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বায়ুসেনার তরফে আয়োজিত হল বিশেষ প্রদর্শনী। রবিবার গুয়াহাটিতে ব্রহ্মপুত্রের তীরে আয়োজিত এই অনুষ্ঠানে আকাশ কাপাল বায়ুসেনার সবধরনের যুদ্ধবিমান।
বায়ুসেনার এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। পাশাপাশি উপস্থিত ছিলেন এয়ার চিফ মার্শাল এপি সিং, পূর্বাঞ্চলের এয়ার মার্শাল সুরত সিং-সহ বায়ুসেনা ও রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।
এবছর প্রতিষ্ঠা দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ছিল, 'অব্যর্থ, অভেদ্য ও নির্ভুল।' এই কর্মসূচিতে অংশ নেয় বায়ুসেনার হেলিকপ্টার, কার্গো বিমান ও সব ধরনের যুদ্ধবিমান। মাঝ আকাশে বিশেষ কৌশল দেখায় যুদ্ধবিমান ও হেলিকপ্টার।
বিশেষ কৌশলে আকাশে উড়তে দেখা যায় তেজস, অ্যাপাচে, সি-২৯৫ এবং হকস হেলিকপ্টারকে। এছাড়াও আকাশ কাঁপিয়ে তোলে হার্ভাড, সুখোই ৩০, রাফালের মতো অত্যাধুনিক সব যুদ্ধবিমান। আকাশে বায়ুসেনার সূর্যকিরণ অ্যারোব্যাটিক্স এবং সারাং হেলিকপ্টার ডিসপ্লে টিমের বিশেষ কৌশলের মাধ্যমে শেষ হয় এই প্রদর্শনী। যা মুগ্ধ করে দর্শকদের।
আকাশে বিশেষ এই প্রদর্শনীর জন্য ব্যবহৃত হয় ৭টি বিমানঘাঁটি। গুয়াহাটি, তেজপুর, জোরহাট, চাবুয়া, হাসিমারা, বাগডোগরা এবং পানাগড় থেকে আকাশে ওড়ে বিমান ও হেলিকপ্টারগুলি।
Published By: Amit Kumar DasPosted: 08:02 PM Nov 09, 2025Updated: 08:02 PM Nov 09, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
