Advertisement
সন্তানদের 'কুম্ভকর্ণ' ঘুম? মায়ের 'মাস্টারপ্ল্যানে' ব্যান্ডপার্টি এল বাড়িতে! তারপর তুমুল কাণ্ড
'এই বছরের সেরা মা', কেন বলছেন নেটিজেনরা?
কথায় বলে 'কুম্ভকর্ণের মতো ঘুম'। যিনি বেশি ঘুমোন, তাঁর সঙ্গে রাবণের ছোট ভাই এবং ঋষি বিশ্রব ও রাক্ষস কৈকসীর পুত্রের তুলনা করা হয়। কুম্ভকর্ণ টানা ছয় মাস ঘুমোতেন! তাকে ডেকে তুলতে রীতিমতো চিৎপুরের যাত্রাপার্টি লাগত। সম্প্রতি একটি ভাইরাল ভিডিও সেই কথা মনে করিয়েছে। যেখানে একজন মা তাঁর সন্তানকে ঘুম থেকে তুলতে বাড়িতে ব্যান্ডপার্টি ডেকে এনেছেন। এমন কাণ্ডে হেসে লুটোপুটি খাচ্ছে নেটিজেনরা।
ঘুম খুব সহজ জিনিস না। কম বয়সে যেমন বেশি ঘুম হয়, বেশি বয়সে ঘুম কমে যায়। সন্তানকে ঘুম থেকে তোলার জন্য বাবা-মায়েরা নানা কৌশল করেন। কেউ কড়া গলায় ডাকেন তো কেউ আদরে ভরিয়ে। আবার অনেক বাবা-মায়ের কাছেই কাজটা দৈনন্দিন যুদ্ধের আকার ধারণ করে। তাই বলে সন্তানের ঘুম ভাঙাতে বাড়িতে ব্যান্ডপার্টি ডাকবেন মা! এমনও হয়?
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ব্যান্ডের বাজনদাররা হাতে বিভিন্ন বাজনা নিয়ে সিঁড়ি বেয়ে উঠছেন। দোতলায় একটি ঘরে ঢোকেন তাঁরা। তীব্র শব্দে শুরু করেন বাজানো। আয়োজনটা যেন ছোটখাটো বিয়েবাড়ির মতোই। শুরুতে তাতেও পাত্তা দেয়নি সন্তানেরা। তারা চাদর মুরি দিয়ে পাশ ফিরে শোয়। এরপরেই অবশ্য ছেলেমেয়েদের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হয়। একদিকে ব্যান্ডপার্টির উচ্চস্বর, অন্যদিকে মহিলার সন্তানদের বিরক্তি মুখ। দুই দেখে মজা পেয়েছে নেটিজেনরা।
সন্তানদের ঘুম ভাঙাতে মায়ের ব্যান্ডপার্টি ডেকে আনা, জবরদস্ত সুর-তাল এবং সন্তানদের বিরক্তিকর মুখের এই ভিডিও দেখেছেন সোশাল মিডিয়ার লক্ষ লক্ষ দর্শক। মজার সব মন্তব্য ভরাচ্ছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, 'এই বছরের সেরা মা!' কেউ রসিকতা করে বলেছেন, 'আমার মা যদি এমন করত, তবে আজও সকালে ঘুমাতে ভয় পেতাম!' অনেকেই লিখেছেন, 'এভাবে যদি প্রতিদিন স্কুলের জন্য ওঠানো যেত, তবে দেরি হত না কোনও দিনই।'
বহু ক্ষেত্রেই সন্তানদের ঘুম থেকে তোলা নিয়ে অশান্তি হয়। এমনকী মেজাজ হারিয়ে সন্তানদের মারধরও করেন মা-বাবা। কারণ দেরি করে ঘুম থেকে ওঠায় পড়া, স্কুল কামাই হয়। সেখানে সন্তানকে জাগাতে বাড়িতে ব্যান্ডপার্টি আনার ঘটনায় ইতিবাচক বার্তা রয়েছে। এভাবে আনন্দময় পরিবেশ তৈরির ঘটনা শিশুদের মানসিক স্বাস্থ্যের জন্য ভালো। বলছেন মনোরোগ বিশেষজ্ঞরা। যদিও ভিডিওটি কোথাকার এবং কবে রেকর্ড করা হয়েছে, তা জানা যায়নি।
আধুনিক বাংলা কবিতার অন্যতম কবি ভাস্কর চক্রবর্তীর অমর পংক্তি---'শীতকাল কবে আসবে সুপর্ণা, আমি তিনমাস ঘুমিয়ে থাকব...'। অন্যদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মহাপুরুষ ঘুমকে কাবু করতে নিজেকে শাস্তি দিতেও পিছপা হননি। টিক্কিতে দড়ি বেঁধে পড়তে বসতেন তিনি। ভোরে উঠে পঠনপাঠনও নতুন কথা নয়। যদিও যুগের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে মানুষের পুরনো অভ্যাস। ইদানীংকালে লোকে রাতে কাজ করে বেশি। ভোরে ঘুমোয়। সেই কারণেই কি সন্তানদের ঘুম থেকে তুলতে বাড়িতে ব্যান্ড পার্টি ডাকতে হচ্ছে অভিভাবককে?
Published By: Kishore GhoshPosted: 08:47 PM Oct 25, 2025Updated: 09:50 PM Oct 25, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
