Advertisement
'এত বড়, সত্যি?' ব্রিটেনে মিলল হাতির পায়ের দ্বিগুণ আকারের ডাইনোসরের পায়ের ছাপ!
তবে দু'পেয়ে মাংসাশী ডাইনোসরদের পায়ের ছাপও মিলেছে ওই এলাকায়।
আজ পৃথিবীর 'রাজা' মানুষ। কিন্তু একসময় এই পৃথিবীতে রাজত্ব করত ডাইনোসররাই। তবে দীর্ঘদিন ধরে গবেষণা চললেও এখনও ডাইনোসর সম্পর্কে যে বহু তথ্য জানা বাকি বলেই মনে করেন প্রত্নতত্ত্ববিদরাই।
সম্প্রতি ব্রিটেনের অক্সফোর্ডশায়ারে সন্ধান মিলেছে সরোপডদের এক দীর্ঘ চারণভূমির, যা এখনও পর্যন্ত সন্ধান মেলা চারণভূমিগুলির অন্যতম। গবেষকদের দাবি, এখানে যে ফুটপ্রিন্ট তথা পায়ের ছাপে সন্ধান মিলেছে তা প্রায় অবিশ্বাস্য রকমের বড়!
পাথরে ঢাকা ওই অঞ্চল ২২০ মিটারের চেয়ে বেশি এলাকা জুড়ে ব্যাপ্ত। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 'মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি'র এমা নিকোলাস বলছেন, ''যে পায়ের ছাপগুলির সন্ধান মিলেছে তা অবিশ্বাস্য রকমের বড়।''
বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ক্রিস্টি এডগার বলছেন, ''আমরা এমন কিছু আবিষ্কার করেছি যা মানুষ আগে কখনও দেখেইনি।''
স্বাভাবিক ভাবেই এই ধরনের দাবি ঘিরে উচ্ছ্বাস বিজ্ঞানী মহলে। মনে করা হচ্ছে এই অতিকায় ডাইনোসররা কোনও নতুন পথের সন্ধান দেবে।
আজ ১৬ কোটি বছরেরও বেশি সময় আগে পৃথিবীতে ছিল এই ডাইনোসররা। দাবি গবেষকদের। যে পায়ের ছাপগুলি মিলেছে তা খতিয়ে দেখে তাঁরা জানতে পেরেছেন এগুলি মূলত সরোপডদের পায়ের ছাপ।
Published By: Biswadip DeyPosted: 06:08 PM Oct 15, 2025Updated: 06:08 PM Oct 15, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
