Advertisement
IPL ফাইনালে সেনাকে অনন্য সম্মান, মাঠে হাজির 'পাঞ্জাবি' গেইল, দেখুন সমাপ্তি অনুষ্ঠানের ছবি
দেশাত্মবোধক গানে মুখরিত হয়ে উঠল নরেন্দ্র মোদি স্টেডিয়াম।
প্রায় আড়াই মাসের জমজমাট টুর্নামেন্ট এবার অন্তিম লগ্নে। প্রথমবার ফাইনালে মুখোমুখি এমন দুই দল যারা আগে কখনও ট্রফি হাতে তোলেনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস। আর সেই ফাইনালের আগেই অনুষ্ঠিত হল জমকালো সমাপ্তি অনুষ্ঠান।
ভারত-পাক সংঘাত আবহে স্থগিত হয়েছিল আইপিএল। পহেলগাঁওয়ে জঙ্গিহামলার পালটা অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা।
সেই সেনাকে অনন্য সম্মান জানানো হল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। দেশাত্মবোধক গানে মুখরিত হয়ে ওঠে মাঠ। জায়ান্ট স্ক্রিনে সেনা সংক্রান্ত একটি ভিডিও-ও দেখানো হয়।
অনুষ্ঠান আরও জমিয়ে দিলেন শংকর মহাদেবন। দুই ছেলে সিদ্ধার্থ এবং শিবমকে নিয়ে একের পর এক দেশভক্তিমূলক গান শোনা যায় গায়কের গলায়।
অপারেশন সিঁদুরের পর দেশাত্মবোধের ছোঁয়া আইপিএল ফাইনালেই। আহমেদাবাদের আকাশে হল সেনা শক্তি প্রদর্শন। জাতীয় পতাকা ওড়ালেন দর্শকরা।
একসুরে গান গেয়ে ভারতীয় সেনাকে সম্মান জানালেন ক্রিকেট সমর্থকরা। সেই সময় আরসিবি এবং পাঞ্জাব ভক্তরা মিলেমিশে একাকার। তখন তাঁরা শুধুই ভারতীয়।
ফাইনালে বেঙ্গালুরুর পারফরম্যান্স দেখতে গ্যালারিতে হাজির বিরাটপত্নী অনুষ্কা শর্মা। দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার কি অবসান ঘটবে? অনুষ্কার মুখে ফুটবে তৃপ্তির হাসি? অপেক্ষা আর কয়েক ঘণ্টার।
সমর্থক তিনি আরসিবির। কিন্তু এসেছেন এক্কেবারে পাঞ্জাবি বেশে। ক্রিস গেইলকে চিনতে পারছেন তো? বেঙ্গালুরুকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে মুখিয়ে রয়েছেন দলের প্রাক্তন তারকা।
বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দিরের মূল নকশা ১৯৮৮ সালে আমেদাবাদের আশিস সোমপুরার তৈরি করেন। ঐতিহ্যবাহী নাগারার আদলে (উত্তর ভারতের মন্দির শৈলী) তৈরি করা হয় অযোধ্যার রামমন্দির। পূর্ব-পশ্চিমে রামমন্দিরের দৈর্ঘ্য ৩৮০ ফুট। চওড়া ২৫০ ফুট। উচ্চতা হল ১৬১ ফুট। অযোধ্যার রামমন্দিরে মোট ৩৯২টি পিলার এবং ৪৪টি দরজা রয়েছে। ২.৭ একর জমিতে রামমন্দির নির্মাণ করা হয়েছে। রামমন্দির নির্মাণে খরচ পড়েছে মোট ১৮০০ কোটি টাকা। আট ফুটের রামলালার মূর্তি নির্মাণ করেন ভাষ্কর অরুণ যোগীরাজ। রাজনীতিবিদ ও বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটিদের উপস্থিতিতে গত বছর ধুমধাম করে হয় রামমন্দিরের উদ্বোধন।
Published By: Sulaya SinghaPosted: 07:42 PM Jun 03, 2025Updated: 02:27 PM Jun 04, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
