Advertisement
২ বছর জাতীয় দলের বাইরে, কত সম্পত্তির মালিক 'অবাধ্য' ঈশান? ২৭তম জন্মদিনে রইল খতিয়ান
দলে কি কামব্যাক করতে পারবেন ঈশান?
ভারতের অন্যতম প্রতিশ্রুতিমান ক্রিকেটার ঈশান কিষান। কিন্তু ক্রমশ টিম ইন্ডিয়ার মূল বৃত্ত থেকে সরে গিয়েছেন। আইপিএলেও ভালো ফর্মে ছিলেন না। এর আগে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন 'অবাধ্য' ঈশান। তাতেও তাঁর সম্পত্তির পরিমাণ কম নয়।
ঈশান ঝাড়খণ্ডের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। উইকেটরক্ষক-ব্যাটসম্যান ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। এখন পর্যন্ত তিন ফরম্যাটে মোট ৬১টি ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। এদিন তিনি ২৭ বছরে পা দিলেন।
তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ৬৮ কোটি, যার মধ্যে আইপিএল থেকে আয়ও অন্তর্ভুক্ত। অর্থাৎ আয়ের দিক থেকেও খুব একটা পিছিয়ে নেই তিনি।
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে কিনেছে ১১.২৫ কোটি টাকায়। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত, তিনি মুম্বই ইন্ডিয়ান্সে খেলেছেন। তখন সেখানে তাঁর বেতন ছিল ১৫.২৫ কোটি টাকা।
ক্রিকেট থেকে আয়ের পাশাপাশি, ঈশান কিষাণ বিজ্ঞাপনেও প্রচুর অর্থ উপার্জন করেন। ভারতীয় এবং আন্তর্জাতিক উভয় ধরনের বেশ কয়েকটি শীর্ষ ব্র্যান্ডের সাথে চুক্তি রয়েছে। ঈশানের জীবনযাত্রাও বেশ ব্যয়বহুল।
বিলাসবহুল ঘড়ির প্রতি তাঁর উৎসাহ রয়েছে। তাঁর কাছে ২৩,৭৮,৫০০ টাকা মূল্যের একটি রোলেক্স ডে-ডেট এবং ২০,৬৬,০০০ টাকা মূল্যের একটি জেনিথ ডেফি স্কাইলাইন ঘড়ি রয়েছে। তাঁর দামি গাড়ির সংগ্রহের মধ্যে রয়েছে একটি BMW 5 সিরিজ, ফোর্ড মুস্তাং এবং একটি মার্সিডিজ-বেঞ্জ সি-ক্লাস।
২০২২ সালে ঈশান ১২৬ বলে ডবল সেঞ্চুরি করেন। যা ওয়ানডে ইতিহাসের দ্রুততম ডবল সেঞ্চুরি। তবে ভারতের হয়ে শেষ ওয়ানডে খেলেছেন ২০২৩-র অক্টোবরে, টি-টোয়েন্টি ২৮ নভেম্বর।
Published By: Arpan DasPosted: 05:50 PM Jul 18, 2025Updated: 05:50 PM Jul 18, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
