Advertisement
কোথাও মণ্ডপসজ্জায় চমক, কোথাও প্রতিমা, এক ক্লিকে দেখুন জগদ্ধাত্রী পুজোয় কেমন সাজল চন্দননগর
নিরাপত্তার চাদরে মুড়েছে হুগলির প্রাচীন শহর।
জগদ্ধাত্রী পুজোয় জমজমাট চন্দননগর। লক্ষ লক্ষ মানুষ ভিড় জমাতে শুরু করেছেন। রেল, সড়ক ও নদীপথে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা ভিড় করেন। সিসিটিভিতে কার্যত মুড়ে ফেলা হয়েছে হুগলির প্রাচীন এই শহর।
পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান, আলাদা কন্ট্রোল রুম খোলা হয়েছে। ২৪ ঘণ্টা সেখানে নজরদারি চালাবে কমিশনারেটের আধিকারিকরা। শহরের রাস্তায় সাদা পোশাকে পুলিশ থাকবে। মহিলা পুলিশ কর্মীরাও থাকছেন রাস্তায়। উইনার্স টিম, পিঙ্ক মোবাইল টিমের মহিলা পুলিশ কর্মীরা শহরের বিভিন্ন জায়গায় টহল দেবেন।
কোথাও থিমের লড়াই তো কোথাও সাবেকিয়ানার মোড়কে সেজেছে মণ্ডপ। চতুর্থী থেকেই রাত জেগে শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল হপিং।
সাবেকিয়ানার টানে প্রতি বছরের মতো এবারও তেমাথা সর্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির রানী মাকে দেখতে ক্রমশ বাড়ছে ভিড়।
চন্দননগরের বড় তালডাঙ্গা জগদ্ধাত্রী পূজা কমিটির এবারের থিম চোখ থাকতে কানা। তাদের মণ্ডপ জুড়ে কুসংস্কার বিরোধী বার্তা।
বোড় সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির এবারের ভাবনা রাজদুয়ারে হৈমন্তিকা। প্রতি বছরের মতো এবার বহু দর্শনার্থী ইতিমধ্যে মণ্ডপ চত্বরে ভিড় জমাতে শুরু করেছেন।
বনকাপাশির শোলার সাজে সেজেছে মনসাতলা সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির মণ্ডপ। তাদের এবারের থিম ডাকের ইতিকথা।
Published By: Sayani SenPosted: 08:31 PM Oct 26, 2025Updated: 08:59 PM Oct 26, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
