জাহ্নবী-খুশির উষ্ণ বিকেল, বালুকাবেলায় ফ্রেমবন্দি দুই বোন
ছবি শেয়ার করেছেন জাহ্নবী।
Tap to expand
বোনেদের সম্পর্ক সবসময় আলাদা হয়। যেমন ঝগড়া, তেমন মিল। এমনই জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। পড়ন্ত বেলায় ক্যামেরার সামনে পোজ দিলেন শ্রীদেবীর দুই কন্যা।
Tap to expand
সমুদ্র সৈকতে তোলা এই ছবি। আকাশি নীল বিকিনিতে জাহ্নবী, আর খুশির পরনে লাল বিকিনি টপ। যেন সদ্য সমুদ্র থেকে স্নান সেরে উঠে এসেছেন দুজন। তার পর সৈকতে বসেই সূর্য ডোবার পালা উপভোগ করছেন। ছবি শেয়ার করেছেন জাহ্নবী।
Tap to expand
১৯৯৬ সালে বনি কাপুরকে বিয়ে করেন শ্রীদেবী। জাহ্নবীর জন্ম হয় ঠিক তার পরের বছর। জাহ্নবীর থেকে তিন বছরের ছোট খুশি।
Tap to expand
২০১৮ সালে সিনেমা হলে মুক্তি পায় জাহ্নবীর প্রথম ছবি 'ধড়ক'। ছবি মুক্তির কয়েক মাস আগেই শ্রীদেবীর মৃত্যু হয়। মায়ের স্মৃতিকে সম্বল করেই বলিউডে পা রাখেন জাহ্নবী।
Tap to expand
জোয়া আখতারের 'দ্য আর্চিস' সিনেমার মাধ্যমে খুশির বলিউড সফর শুরু হয়। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ছবিতে বেটি কুপারের চরিত্রে অভিনয় করেন শ্রীদেবীকন্যা। সঙ্গী সুহানা খান, অগস্ত্য নন্দা, বেদাঙ্গ রায়নাও ছিলেন।
Tap to expand
বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন জাহ্নবী। 'দেবারা' সিনেমায় জুটি বেঁধেছিলেন জুনিয়র এনটিআরের সঙ্গে। আগামীতে অভিনেত্রীর হাতে রয়েছে 'সানি সংস্কারি কি তুলসী কুমারী'। সে ছবির নায়ক বরুণ ধাওয়ান। ছবি: ইনস্টাগ্রাম।
Published By: Suparna MajumderPosted: 12:56 PM Oct 28, 2024Updated: 12:56 PM Oct 28, 2024
ছবি শেয়ার করেছেন জাহ্নবী।