Advertisement
প্রথম দেখায় 'ক্লিন বোল্ড', ঘনিষ্ঠতা নাইটক্লাবে! ডিভোর্স জল্পনার মাঝে চর্চায় জয়-মাহির 'প্রেমচর্যা'
কেমন ছিল তাঁদের প্রেমের এই সফর?
জয় ভানুশালি ও মাহি ভিজ, হিন্দি টেলিভিশনের জনপ্রিয় দুই মুখ তো বটেই, একইসঙ্গে তাঁরা বাস্তব জীবনেও তাঁরা দম্পতি। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবন তাঁদের। তবে ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছে দীর্ঘ সেই দাম্পত্যে নাকি এবার ইতি টানতে চলেছেন তাঁরা। আর এই আবহেই দেখে নেওয়া যাক তাঁদের ভালোবাসা থেকে ১৫ বছরের এই দাম্পত্যের জার্নি কেমন ছিল।
এক বন্ধুর দেওয়া পার্টিতে প্রথম দেখা হয় মাহি এবং জয়ের। বছর ঘুরতে না ঘুরতেই ফের তাঁদের দেখা হয় আরও একটি পার্টিতে। ঘনিষ্ঠতা বাড়ে তার পর থেকেই। কাছাকাছি আসেন দু'জন।
বিয়ের ন'বছর পর তাঁদের কোল আলো করে আসে তাঁদের সন্তান তারা। যদিও তার আগেই দু'টি সন্তান দত্তক নিয়েছিলেন তাঁরা। সবমিলিয়ে তাঁদের মোট তিনটি সন্তান।
নিজেদের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তাঁরা। কিন্তু এখন সে সব তাঁদের সোশাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলে দেখা যায় না।
Published By: Arani BhattacharyaPosted: 06:03 PM Nov 08, 2025Updated: 06:03 PM Nov 08, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
