Advertisement
ভবিষ্যতের সুপার মডেল! নয়া লুকে যিশু-নীলাঞ্জনা কন্যা সারা, ছবি দেখে মুগ্ধ নেটপাড়া
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'উমা' ছবিতে শিশুশিল্পী হিসেবে কাজ করেছিলেন সারা।
বেশ কিছুদিন ধরেই যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। এমন সময় তারকা দম্পতির কন্যা নিজের কাজ নিয়েই ব্যস্ত।
২০১৮ সালে মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'উমা'। সেই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন সারা। তখন যিশুকন্যা খুবই ছোট। তবে এখন তিনি পুরদস্তুর মডেল।
ইতিমধ্যেই একাধিকবার র্যাম্পে নজর কেড়েছেন সারা। তারকাকন্যার এই নতুন ছবিগুলো শেয়ার করেছেন রূপটান শিল্পী প্রসেনজিৎ বিশ্বাস। তিনিই সারাকে এই লুকে সাজিয়েছেন।
Published By: Suparna MajumderPosted: 12:14 PM Sep 15, 2024Updated: 12:14 PM Sep 15, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ