Advertisement
অ্যাথলিট-অভিনেতাদের মতো এখন ফিটনেস আইকন নেতারাও, কীভাবে নিজেদের চাঙ্গা রাখেন?
কর্মব্যস্ততা এবং জনজীবনের চাপ সত্ত্বেও এখন রাজনীতিবিদরাও ফিটনেসের বিষয়ে অত্যন্ত সচেতন।
একটা সময় ছিল যখন শরীরচর্চা ও ফিটনেস কেবল অ্যাথলিট বা অভিনয় জগতের তারকাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু বর্তমানে এই ধারণা পালটেছে। কর্মব্যস্ততা এবং জনজীবনের চাপ সত্ত্বেও এখন রাজনীতিবিদরাও ফিটনেসের বিষয়ে অত্যন্ত সচেতন। প্রধানমন্ত্রী থেকে শুরু করে যুবনেতারা পর্যন্ত নিয়মিত যোগাভ্যাস, দৌড়ানো, জিমে যাওয়া বা মার্শাল আর্ট-এর মতো কসরতকে তাঁদের দৈনন্দিন রুটিনের অংশ করে তুলেছেন।
এই প্রবণতা কেবল ব্যক্তিগত স্বাস্থ্যের জন্য নয়, বরং নাগরিকদের মধ্যে ফিটনেস সচেতনতা বাড়াতেও সহায়ক। রাজনৈতিক ব্যক্তিত্বদের শরীরচর্চার এমন বহু ছবি বা ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হতে দেখা গেছে। এই নতুন ধারা প্রমাণ করে যে, শারীরিক ও মানসিকভাবে ফিট থাকা যেকোনও পেশার সাফল্যের জন্য অপরিহার্য।
অভিষেক বন্দ্যোপাধ্যায়: হাজারো ব্যস্ততা, রাজনৈতিক ক্রিয়াকলাপের মাঝেও নিজের স্বাস্থ্যের প্রতি অত্যন্ত যত্নবান তিনি। ইদানীং নেটদুনিয়ায় তাঁর শরীরচর্চার ভিডিও, ছবি ভাইরাল হয়েছে। ইতিমধ্যে দু'বার তাঁর জিম লুক প্রকাশ্যে এসেছে। আর সম্প্রতি কলকাতায় এসআইআর প্রতিবাদে এন্টারপ্রেনিয়ার্স অর্গানাইজেশনের (ইও) একটি কনক্লেভে বক্তৃতা শেষে পুশআপ দিতে দেখা যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। তাঁর মতো জনপ্রিয় যুবনেতার এই স্বাস্থ্যচেতনা দল-মত নির্বিশেষে আপামর তরুণ সমাজকে অনুপ্রাণিত করে তুলছে।
নরেন্দ্র মোদি: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি প্রতিদিন ভোরে উঠে নিয়মিত যোগাভ্যাস করেন। মন ও শরীরের ভারসাম্য রাখতে ধ্যান বা মেডিটেশন তাঁর রোজকার রুটিনের অপরিহার্য অংশ। ৭৫ বছর বয়সেও তিনি ফিট। তাঁর এই স্বাস্থ্য সচেতনতা জনগণকে পথ দেখাচ্ছে।
রাহুল গান্ধী: ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম মুখ রাহুল গান্ধী। তিনি নিয়মিত দৌড়ান এবং সাইক্লিং করেন। তিনি জাপানি মার্শাল আর্ট আইকিডো-তে ব্ল্যাক বেল্টধারী। ব্যস্ত সময়সূচির ফাঁকে তিনি প্রতিদিন জিমে ২ ঘণ্টা সময় দেন।
কিরেন রিজিজু: কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু অন্যতম ফিটনেস-সচেতন নেতা। নিয়মিত জিম ওয়ার্কআউট করেন এবং টেনিস, ভলিবলের মতো খেলায় অংশ নেন। তিনি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী থাকাকালীন ফিট ইন্ডিয়া মুভমেন্টকে সমর্থন জানিয়েছিলেন।
Published By: Buddhadeb HalderPosted: 07:49 PM Nov 05, 2025Updated: 07:49 PM Nov 05, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
