Advertisement
বলি সেলেবদের দীপাবলি! মিষ্টিমুখ থেকে আলোর রোশনাই, আয়োজন জমজমাট, দেখে নিন অ্যালবাম
কেমন কাটল তারকাদের দীপাবলি?
ঘরে আসবে নতুন সদস্য। দুই থেকে তিন হওয়ার আগের এই দিপাবলীতে মেতে উঠলেন বলিউডের পাওয়ার কাপল ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। হাতে প্রদীপ নিয়ে একটি ছবি পোস্ট করে নিজের সোশাল মিডিয়ায় পোস্ট করে সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা।
বলিউডের তিন অভিন্নহৃদয় বন্ধু সুহানা-অনন্যা ও নব্য নন্দা জমকালো রঙিন সাজপোশাকে সেজে মেতে উঠলেন দীপাবলি সেলিব্রেশনে।
সন্তান আসার পর সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়রা আডবানির প্রথম দীপাবলি। কন্যা সন্তান কোলজুড়ে আসার পর এই প্রথম প্রকাশ্যে আসতে দেখা গেল কিয়ারাকে। হলুদ রঙমিলান্তি পোশাকে সেজে উঠেছিলেন তাঁরা দু'জন।
বলিউডের 'খিলাড়ি' অর্থাৎ অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার সুখী গৃহকোণের ছবিটা আরও একবার ধরা পড়ল সোশাল মিডিয়ায়। দু'জনের দীপাবলি স্পেশাল খুনসুটির মুহূর্ত ভাগ করে নিলেন সোশাল মিডিয়ায়।
মায়ের সঙ্গে দীপাবলির উদযাপন বলিউডের নবীন নায়ক অহন পাণ্ডের। কালো এথনিক পোশাকে সেজে মায়ের সঙ্গে দীপাবলির আদুরে মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অহন।
দীপাবলির রাতে স্বামীর সঙ্গে লক্ষ্মীপুজোর আয়োজন অভিনেত্রী ইয়ামি গৌতমের। নীল সালোয়ারে দীপাবলি স্পেশাল লক্ষ্মীমন্ত সাজে ধরা দিলেন অভিনেত্রী।
বাড়ি থেকে অনেক দূরে এবারের দিপাবলিতে মেতে উঠেছেন অভিনেত্রী ভূমি পেডনেকার। আটলান্টায় স্বামীনারায়ণ মন্দিরে দীপাবলীর উদযাপনে মাতলেন অভিনেত্রী।
স্ত্রী ও সন্তানকে নিয়ে দীপাবলী উদযাপন বিক্রান্ত মাসের। অভিনয় জীবনের প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড জেতার পর এই দীপাবলি তাঁর কাছে একটু বেশিই স্পেশাল।
Published By: Arani BhattacharyaPosted: 03:33 PM Oct 21, 2025Updated: 06:32 PM Oct 21, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
