Advertisement
টলিউড-বলিউড তারকাদের জমজমাট দিওয়ালি উদযাপন, দেখুন অ্যালবাম
মিমি-নুসরত থেকে সোনম-কঙ্গনা, কেমন কাটছে তারকাদের দীপাবলি? দেখুন ছবিতে ছবিতে।
দীপাবলি মানেই আলোর উৎসব। আমজনতা থেকে সিনেদুনিয়ার তারকারাও গা ভাসিয়েছেন রোশনাইয়ে। সোমবার সকাল থেকেই বলিউড, টলিউড তারকাদের দিওয়ালি শুভেচ্ছাবার্তায় ছেয়ে গিয়েছে সোশাল মিডিয়া। জাভেদ-শাবানার দিওয়ালি পার্টিতে একটুকরো বলিউড। উপস্থিত বিদ্যা বালন, সাহানা গোস্বামী, রিচা চাড্ডা, কঙ্গনা সেনশর্মা-সহ আরও অনেকে।
হিমাচলে নিজস্ব সংসদীয় এলাকায় দিওয়ালি উদযাপনে মাতোয়ারা সাংসদ নায়িকা কঙ্গনা রানাউত। পুজোপাঠের পর আতসবাজি জ্বালাতে দেখা গেল তাঁকে।
বলিউডে জল্পনা, সোনম কাপুর নাকি দ্বিতীয়বার মা হতে চলেছেন। কালীপুজোর আবহে সেই জল্পনা জিইয়ে রেখে উৎসব উদযাপনের পারিবারিক মিষ্টি মুহূর্ত দেখালেন অভিনেত্রী। পরনে ঢিলেঢালা পোশাক। বেবি বাম্প, ঢাকার চেষ্টা নয়তো? প্রশ্ন কৌতূহলীদের।
দুই সন্তান যশ-রুহিকে আগলে দিওয়ালি উদযাপনের ঝলক দেখালেন করণ জোহর। পাশাপাশি অনুরাগীদেরও শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন প্রযোজক-পরিচালক।
বন্ধু দিশা পাটানির সঙ্গে দীপাবলি পুজোয় মগ্ন মৌনী রায়। বঙ্গকন্যার পরনে হলুদ-গোলাপি লেহেঙ্গা। আর দিশা পরেছেন সাদামাটা সাদা সালোয়ার। বলিউডের 'দুই সংস্কারি' কন্যাকে দেখা গেল ভক্তিভরে পুজো করতে।
Published By: Sandipta BhanjaPosted: 09:16 PM Oct 20, 2025Updated: 09:16 PM Oct 20, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
