Advertisement
ভবেশ কালী থেকে 'বড়মা', নৈহাটির দীর্ঘদেহী কালী প্রতিমার ইতিহাস জানেন?
ছবিতে জেনে নিন নৈহাটির 'বড়মা'-কাহিনি।
কালীপুজো মানেই উত্তর ২৪ পরগনা নৈহাটি, বারাসতের নাম। এখানকার কালী প্রতিমা থেকে শুরু করে মণ্ডপসজ্জা, থিম, আলো টানে সুদূরের জেলাগুলি থেকেও ভিড় করেন দর্শকরা। নৈহাটি-বারাসতের কয়েকটি কালীপুজো দর্শন না করে যেন আলোর উৎসব অসম্পূর্ণ থেকে যায়। তারই মধ্যে অন্যতম নৈহাটির বিখ্যাত ‘বড়মা’।
এবছর বড়মার পুজো ১০২ বছরে পদার্পণ করতে চলেছে। বেড়েছে ভক্ত সমাগমও। জাঁকজমক থেকে নিয়মের কড়াকড়ি, এবছর আরও বেশি। কিন্তু কেন এখানকার দেবী সকলের 'বড়মা'? তাঁর মাহাত্ম্যই বা কী?
‘বড়মা’ নামের আরও এক তাৎপর্য আছে। অনেকেই শনি দেবতাকে ‘বড় ঠাকুর’ বলে থাকেন। তেমনি নৈহাটির বড়মার নামকরণ হয়েছে বিশেষ কারণে। এই কালী মূর্তির উচ্চতা প্রায় ২২ ফুট। তাই তাঁর নাম 'বড়মা'। খুব জাগ্রত বলে মুখে মুখে তাঁর নাম ছড়িয়ে পড়ে কাছ থেকে দূর, আরও দূরে।
তিথি ও রীতি মেনে কোজাগরী লক্ষ্মীপুজোর দিন নৈহাটিতে বড়মার মন্দিরে দেবীর কাঠামো পুজো হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। মহা ধুমধামেই সেই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এবছর নৈহাটির শিল্পী শুভেন্দু সরকার 'বড়মা'র প্রতিমা তৈরি করছেন। কালীপুজোর দিন সুউচ্চ ‘বড়মা’কে সোনা ও রুপোর গয়না দিয়ে সাজানো হবে। এই মূর্তির পাশাপাশি ২২ ফুট উঁচু বড়মার মূর্তিও পুজো করা হবে।
নৈহাটি বড়কালী পুজো সমিতির কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য জানিয়েছেন, ২০ অক্টোবর কালীপুজোর সাতদিন আগে অর্থাৎ ১৩ তারিখ থেকে পুজো নেওয়ার জন্য কাউন্টার খুলে যাবে। ১৯ তারিখ ২৪ ঘন্টা কাউন্টার খোলা থাকবে।
বড়মার মন্দিরে ফি দিন পূজার্ঘ্য হিসেবে প্রচুর ফুল, ফল, কাপড় এখানে জমা পড়ে। কালী প্রতিমা রোজ সেজে ওঠেন ভক্তদের দেওয়ায় নানারকম সামগ্রীতে।
Published By: Sucheta SenguptaPosted: 02:21 PM Oct 12, 2025Updated: 09:37 AM Oct 13, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
