Advertisement
বঙ্গে শক্তি আরাধনা, কলকাতার নামী ৫ কালীপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
দেখে নিন ছবি।
দুর্গোৎসব, বিজয়ার আমেজ কাটতে না কাটতেই বঙ্গে শক্তি আরাধনার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আগামী সপ্তাহেই কালীপুজো। তার প্রস্তুতি তুঙ্গে। তবে শহরে কালীপুজোর আবহ। শুক্রবারই কলকাতার ৫ টি নামী পুজোর উদ্বোধন হয়ে গেল মুখ্যমন্ত্রীর হাত ধরে। গিরিশ পার্ক থেকে শেক্সপিয়র সরণি - মণ্ডপ খুলে গেল দর্শনার্থীদের জন্য। নিজস্ব ছবি।
এখানকার প্রতিমা দীর্ঘদেহী। প্রতিমা সজ্জায় স্বর্ণালঙ্কার ছাড়াও অপূর্বভাবে ব্যবহার করা হয়েছে শ্যামাসঙ্গীত লেখা সামগ্রী। তাতেই আরও আকর্ষণীয় হয়ে উঠেছেন শ্যামা মা। এদিন কালী ঠাকুরের সামনে প্রদীপ জ্বালিয়ে পুজোর আনুষ্ঠানিক সূচনা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।নিজস্ব ছবি।
শুক্রবার দুপুরে মুখ্যমন্ত্রী প্রথমে যান গিরিশ পার্কের ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে। তৃণমূলর কাউন্সিলর স্মিতা বক্সির পুজো এটি। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে হাজির ছিলেন জুন মালিয়া, শ্রেয়া পাণ্ডে-সহ একঝাঁক সেলিব্রিটি। ছিলেন স্মিতা বক্সির পুত্রবধূ, ছোটপর্দার অভিনেত্রী সুদীপ্তাও।নিজস্ব ছবি।
এই পুজো মণ্ডপ থেকে সকলকে দীপাবলি, কালীপুজোর শুভেচ্ছা জানানো ছাড়াও মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ একটি বিষয় কাউন্সিলরদের সতর্ক করেন। অভিযোগ তোলেন, বহিরাগতরা এখানে ঢুকে বড় বড় বহুতল উঠছে আর তার জেরে স্থানীয় বস্তিবাসীকে উচ্ছেদ হতে হচ্ছে। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলরদের নজরদারির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। নিজস্ব ছবি।
গিরিশ পার্কের এই মণ্ডপ থেকে মুখ্যমন্ত্রী চলে যান জানবাজারে। সেখানে কাউন্সিলর স্বর্ণকমল সাহার পুজো উদ্বোধন করেন। এই মণ্ডপেও মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সেলিব্রিটিরা। সকলকে আলোর উৎসবের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রীকে জনসংযোগ সারতেও দেখা গেল। নিজস্ব ছবি।
শেক্সপিয়র সরণির অল ইউথ ফ্রেন্ডসে এবার কালীপুজোর আয়োজন বেশ জমজমাট। সেখানকার পুজোমণ্ডপ শুক্রবার দর্শনার্থীদের জন্য খুলে গেল মুখ্যমন্ত্রীর হাত ধরে। নিজস্ব ছবি।
এখানকার পুজো উদ্বোধনের পাশাপাশি আরও এক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেন মুখ্যমন্ত্রী। পুজোর ঠিক আগে কলকাতায় টানা বৃষ্টিতে মৃতদের পরিবারের সদস্যদের হাতে পূর্বঘোষণা অনুযায়ী তুলে দেন চাকরির নিয়োগপত্র। তাঁদের হোমগার্ড হিসেবে নিয়োগ করছে রাজ্য সরকার। নিজস্ব ছবি।
Published By: Sucheta SenguptaPosted: 10:09 PM Oct 17, 2025Updated: 12:33 AM Oct 18, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
