Advertisement
দীপান্বিতা অমাবস্যায় কালীঘাট-দক্ষিণেশ্বরে ভক্তের ঢল, আলোর উৎসবে মাতোয়ারা কালীক্ষেত্র
শক্তিপীঠগুলিতে পুণ্যার্থীর ঢল সামলাতে বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।
শক্তির আরাধনায় মেতেছে বাংলা। কালীঘাট থেকে দক্ষিণেশ্বর সর্বত্র রীতি মেনে চলছে পুজোর আয়োজন। স্কাইওয়াক উদ্বোধনের পর প্রথম কালীপুজোয় কালীঘাটে ক্রমশ বাড়ছে ভক্তের ভিড়। বাড়তি নিরাপত্তার বন্দোবস্তও করা হয়েছে।
ভক্তির টানে দক্ষিণেশ্বরে সারাবছরই ভিড় জমান বহু পুণ্যার্থী। দীপান্বিতা অমাবস্যায় পুজো দিতে রবিবার রাত থেকে লম্বা লাইন। সোমবার সকাল ৬টায় খোলে মন্দিরের দরজা। ১৭০ বছরের পুরনো রীতি মেনে সকাল ১০টায় গঙ্গায় ঘটস্নানের পর মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয়।
বরাদ দিয়ে বানানো বিশেষ বেনারসি এবং গয়নাগাটিতে সাজানো হয় মা ভবতারিণীকে। ভোগ হিসাবে নিবেদন করা হবে সাদা ভাত, ঘি ভাত, খিচুড়ি, পাঁচরকমের ভাজা, তরকারি, মাছ, চাটনি, পায়েস, মিষ্টি। পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে দক্ষিণেশ্বরে বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।
ফাটাকেষ্টর শুরু করা কালীপুজো যেন তিলোত্তমার অহঙ্কার। বহরে কমলেও পুজোয় নিয়মনিষ্ঠায় কোনও খামতি নেই। এতকাল শিল্পী মাধব পাল ফাটাকেষ্টর কালীপ্রতিমা তৈরি করতেন। এবার শিল্পী মিন্টু পাল। তবে প্রতিবারের মতো নীল বর্ণের প্রতিমা। উচ্চতা বেড়ে ১৭ ফুট।
ঐতিহ্যবাহী ফাটাকেষ্টর কালীপুজোয় প্রতিবার ভিড় জমান অনেকেই। এবারও তার ব্যতিক্রম হয়নি। রবিবার রাত থেকে মণ্ডপে দর্শনার্থীদের ঢল।
লেক কালীবাড়িতে সকাল থেকে ভক্তের ঢল। সন্ধ্যায় নির্দিষ্ট নিয়ম মেনে শুরু হয় বিশেষ পুজো। করুণাময়ী কালীবাড়িতে এদিন কুমারী পুজোর আয়োজন করা হয়।
Published By: Sayani SenPosted: 02:40 PM Oct 20, 2025Updated: 02:40 PM Oct 20, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
