Advertisement
দীপাবলিতে আরও কাছাকাছি দেব-রুক্মিণী, ফানুস ওড়ালেন 'যশরত', দেখুন টলিপাড়ার অ্যালবাম
আলোয় আলোয় ভরে উঠল টলি তারকাদের দীপাবলি, দেখুন ছবি।
দূরত্ব ঘুচিয়ে দীপাবলিতে আর কাছাকাছি এলেন দেব-রুক্মিণী। টলিপাড়ার এই যুগলকে বেশ কিছুদিন একসঙ্গে দেখা না যাওয়ায় অনেক প্রশ্নের উদ্রেক হয়েছিল। সেসব জল্পনায় জল ঢেলে কালীপুজোর রাতে আতসবাজির আলোর রোশনাইয়ে আলোকিত হল তাঁদের জীবনও।
এথনিক পোশাক, মানানসই গয়না, মেকআপ, গয়নায় সেজে উঠলেন দীপাবলিতে মিমি চক্রবর্তী। কাছের মানুষ আর নিজের পোষ্যদের নিয়ে আলোয় আলোকিত হলেন নায়িকা মিমি।
'দূরত্ব বেড়েছে', এহেন জল্পনায় জল ঢেলে বহুদিন হল কাছাকাছি এসেছেন যশ-নুসরত। কালীপুজোয় বাড়িতে পুজো থেকে ফানুস ওড়ানো সবেতেই একসঙ্গে ধরা দিলেন তাঁরা জুটিতে-দু'টিতে।
ছেলে ধীর ও প্রিয়জনদের নিয়ে দীপাবলিতে মেতে উঠলেন গৌরব-রিদ্ধিমা। সঙ্গে সামিল হলেন সব্যসাচী চক্রবর্তী ও মিঠু চক্রবর্তী প্রমুখেরা।
প্রতিবছর বাড়িতে মা কালীর আরাধনা করেন কালীপুজোয় নায়িকা কৌশানী মুখোপাধ্যায়। জমকালো সাজে সেজে উঠেছিলেন এদিন কৌশানী। মাকে নতুন সোনার হারে সাজিয়েছিলেন এদিন নায়িকা।
Published By: Arani BhattacharyaPosted: 06:30 PM Oct 21, 2025Updated: 06:34 PM Oct 21, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
