Advertisement
আজও বলিউডের 'ফ্যাশন ক্যুইন' কঙ্গনা, ব়্যাম্পে প্রত্যাবর্তন করেই আগুন ধরালেন সাংসদ-নায়িকা
'রাবতা বাই রাহুলে'র ব্রাইডাল কালেকশনে মোহময়ী কঙ্গনা।
কঙ্গনা বরাবরই ফ্যাশন সচেতন। রাজনীতির ইনিংস শুরু করার পর অবশ্য তাঁর সাজপোশাকে শাড়ি কিংবা হিমাচলী পোশাকই প্রাধান্য পেয়েছে। তবে পোশাকের রং নির্বাচনের ক্ষেত্রেও স্বাদ বদলেছে ক্যুইন-এর।
সংসদে যাওয়ার সময় সাধারণত সুতি বা হ্যান্ডলুমের শাড়িই তিনি বেশি পরেন। বর্তমানে প্যাস্টেল শেডের শাড়িতেই তাঁকে বেশিরভাগ দেখা যাচ্ছে। কখনও হ্যান্ডলুম আবার কখনও বা সিল্কের শাড়িতে মোহময়ী রূপে ধরা দিচ্ছেন মাণ্ডি লোকসভা কেন্দ্রের তারকা সাংসদ কঙ্গনা রানাউত।
তবে গত শুক্রবার রাবতা বাই রাহুলের ব্রাইডাল কালেকশন 'সালতানাত'-এর শো স্টপার হিসেবে মার্জার সরণিতে পা রেখেই সকলকে চমকে দিলেন সাংসদ নায়িকা।
যে নায়িকা একদা মধুর ভাণ্ডারকরের হাত ধরে বলিউডের পর্দায় 'ফ্যাশন ইন্ডাস্ট্রির সংস্কৃতি' তুলে ধরেছিলেন, পরবর্তীতে দীর্ঘদিন তাঁকে ব়্যাম্পে দেখা যায়নি। তবে এবার যখন রুদ্ধশ্বাস প্রত্যাবর্তনে উপস্থিত দর্শক-অনুরাগীদের চক্ষু ছানাবড়া করে দিলেন নিজের ফ্যাশন স্টেটমেন্টে।
রাহুলের ব্রাইডাল স্পেশাল কালেকশনের জন্য কঙ্গনা বেছে নিয়েছিলেন আইভরি রঙের ভারী কাজের একটি শাড়ি। সঙ্গে কাঁচুলি স্টাইলের রং মিলান্তি ব্লাউজ। গলায় পান্নার নেকলেস। মাথাপট্টি। ফুলে সাজানো খোপায় সাংসদ বুঝিয়ে 'ফ্যাশন ক্যুইন' হিসেবে নিজের ঝাঁজ বুঝিয়ে দিলেন।
কঙ্গনার ব়্যাম্পওয়াক দেখে রীতিমতো মুগ্ধ নেটপাড়া। অনেকেই তাঁকে 'ওজি র্যাম্প কুইন' বলে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কেউ বা লিখেছেন, 'মার্জারসরণিতে আজও কঙ্গনা একমেবাদ্বিতীয়ম।' উল্লেখ্য, কঙ্গনাকে 'ব়্যাম্প ক্যুইন' বললেও অত্যুক্তি হয় না!
Published By: Sandipta BhanjaPosted: 09:25 PM Oct 07, 2025Updated: 09:27 PM Oct 07, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
