Advertisement
বলিউডে ২৫ বসন্ত পেরিয়ে আজও 'এভারগ্রিন' বেবো! করিনাকে একঝলক দেখতে ইংল্যান্ডে হুড়োহুড়ি ভক্তদের
এদিন সমস্ত আকর্ষণ নিজের দিকে টেনে নিয়েছিলেন করিনা।
অভিনয় থেকে এক্সপ্রেশন, বলিউডে এখনও হিট 'বেবো'। সেভাবে এখন নবাবঘরনিকে পর্দায় না দেখা গেলেও পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হওয়া থেকে চর্চায় থাকা সবেতেই বেবো এখনও বেশ এগিয়ে।
সম্প্রতি বলিউডে সম্পূর্ণ করেছেন অভিনয় জীবনের পঁচিশ বছর। ২০০০ সালে অভিষেক বচ্চনের বিপরীতে 'রিফিউজি' ছবির হাত ধরে হিন্দি ছবির জগতে অভিষেক ঘটে তাঁর। তারপর একে একে বিভিন্ন ছবিতে জিতে নিয়েছেন দর্শকের মন। আর তাই আজও তাঁর অনুরাগী অসংখ্য।
ফ্যানেরা ঠিক কতটা ভালবাসেন করিনাকে তা আরও একবার বুঝিয়ে দিলেন বিদেশের মাটিতে। সম্প্রতি বার্মিংহামে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বেবো।
এদিন এই অনুষ্ঠানে তিনি পরেছিলেন রূপোলি সুতোর কাজ করা সিক্যুইন শাড়ি। সঙ্গে মানানসই গয়না, মেকআপ, হেয়ারস্টাইলে বরাবরের মতোই রূপের ছটায় মুগ্ধ করলেন বেবো।
তাঁকে এদিন একঝলক দেখার জন্য বিদেশের মাটিতে আছড়ে পড়েছিল ভক্তদের ভিড়। এদিনের সন্ধ্যায় কার্যত সমস্ত আকর্ষণ নিজের দিকে টেনে নিয়েছিলেন করিনা।
তাঁকে একঝলক দেখার ইচ্ছা থেকে ছবি তুলে পছন্দের অভিনেত্রীকে ক্যামেরা বন্দি করার ইচ্ছা কোনওটাতেই ভাতা পড়েনি নায়িকার অনুরাগীদের।
Published By: Arani BhattacharyaPosted: 07:14 PM Sep 07, 2025Updated: 07:15 PM Sep 07, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
