Advertisement
অনিলের বাড়িতে করবা চৌথে শিল্পা-রানি, বিদেশে ব্রতযাপন প্রীতি-প্রিয়াঙ্কার, বলিউডের 'সংস্কারি' অ্যালবাম
অসুস্থ শরীরেই প্রথম করবা চৌথ রাকুলপ্রীতের। ক্যাটরিনা-পরিণীতিরা কে কী পরলেন?
অনিল কাপুরের বাড়িতে প্রতিবার করবা চৌথ উদযাপনের আয়োজন করেন তাঁর স্ত্রী সুনীতা কাপুর। সেখানেই হাজির রবিনা টন্ডন।
অনিল-সুনীতার আমন্ত্রণে সাড়া দিয়ে হাজির শিল্পা শেট্টি এবং শাহিদ পত্নী মীরা রাজপুত। নির্জলা উপোস রেখে ব্রত যাপন করলেন তাঁরা।
রবিবার তিথি অনুযায়ী করবা চৌথ পালন হল। হাতে মেহেন্দি পড়ে, উপোস রেখে চাঁদনি রাতের অপেক্ষায় অনিল কাপুরের বাড়িতে রানি মুখোপাধ্যায়, মাহিপ কাপুর, নীলম কোঠারি এবং ভাবনা পাণ্ডেরা।
অনিল কাপুরের বাড়িতে প্রবেশের আগে বলিপাড়ার তিন তারকাপত্নী খোশমেজাজে। জা সুনীতার ডাকে বান্ধবীদের নিয়ে হাজির সঞ্জয় কাপুর পত্নী মাহিপ। এলেন চাঙ্কি পাণ্ডে, সমীর সোনিরাও।
অনিল কাপুরের বাড়িতে আয়োজিত করবা চৌথ পালনে পৌঁছে যান হরভজন সিংয়ের স্ত্রী তথা অভিনেত্রী গীতা বসরা। কাপুর পরিবারের তরফেও আমন্ত্রণ রক্ষার্থে বউমা অনীশাকে নিয়ে আসেন রিমা জৈন।
নিজে উপোস করে করবা চৌথ পালন করেননি সোনম কাপুর। তবে যথা সময়ে অনিল কাপুরের বাড়িতে অতিথি আপ্যায়ণে ব্যস্ত মেয়ে এবং জামাই আনন্দ আহুজা।
লন্ডনে করবা চৌথ পালন করলেন প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস। স্বামী জেনে গুড এনাফের সঙ্গে ব্রত পালনে প্রীতি জিন্টাও। দেশি মুডে দেশি গার্লরা!
সপরিবারে করবা চৌথ পালন ক্যাটরিনা কাইফের। দিল্লিতে সাংসদ স্বামী রাঘব চাড্ডার সঙ্গে ব্রত যাপন করলেন পরিণীতি চোপড়া।
Published By: Sandipta BhanjaPosted: 03:57 PM Oct 21, 2024Updated: 03:57 PM Oct 21, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
